পালাগানে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগের মামলায় মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ চীফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নজরুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ মাদারীপুর জেলার রাজরৈ এলাকায় একটি গানের অনুষ্ঠানস্থল থেকে বাউলশিল্পী আবুল সরকারকে আটক করেন। পুলিশ সূত্র জানায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলীর মেলায় পালা গানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ‘ইসলাম ও আল্লাহর ”সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে এ ঘটনায় মুফতি আব্দুল্লাহ নামের এক মাদরাসা শিক্ষক ঘিওর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন এবং মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল মাদারীপুর থেকে তাকে আটক করেন।
এসএস/টিএ