সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি নিয়ে স্পষ্ট বক্তব্য রাখলেন জনপ্রিয় অভিনয়শিল্পী অনুরাধা মুখার্জি। তিনি বলেন, “সাধারণত মেয়ের বাড়ি অনেক উদারমনস্ক। তাঁরা ডিভোর্সি পুরুষকে পাত্র হিসাবে মেনে নেন, এমনকি সন্তান থাকলেও। কিন্তু ডিভোর্সি নারীর দ্বিতীয় বিয়ে সুখের এটা খুব কম দেখবেন।”
অভিনেত্রীর মতে, বিয়ে ও সম্পর্কের ক্ষেত্রে সমাজ এখনো পুরুষ ও নারীর জন্য আলাদা দৃষ্টি ব্যবহার করে। ডিভোর্সি পুরুষকে স্বাভাবিকভাবে গ্রহণ করা হলেও ডিভোর্সি নারীর প্রতি থাকে নানা প্রশ্ন, সন্দেহ ও সামাজিক চাপ।
অনুরাধা বলেন, এই মানসিকতার পরিবর্তন জরুরি। তিনি মনে করেন, সমান মর্যাদা ও সমান সুযোগ না পেলে নারীরা তাদের ব্যক্তিগত জীবনে ঠিকভাবে এগোতে পারেন না।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই এটিকে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন, কেউ কেউ আবার সমাজকে আরও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এসএস/টিএ