দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে, মীরাকে জন্ম দিয়েছেন অহনা। মেয়ের জন্মের পর থেকে ছোটখাটো প্রতিটি মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ছোট্ট সন্তানের সঙ্গে অহনার কাটানো মুহূর্ত উপভোগ করেন নেটিজেনরাও। তবে কয়েকদিন ধরে অনুরাগীরা আকুলভাবে চাইছিলেন, মেয়েটির মুখ এবার প্রকাশ্যে দেখা যাক।
দর্শকদের চাহিদা মেনে এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। তবে নিজের বাড়িতে নয়, মেয়েকে প্রথম প্রকাশ্যে নিয়ে আসা হয় দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। সম্প্রতি স্বামী ও শ্বশুরমশাইকে নিয়ে দীঘায় ঘুরতে গিয়েছিলেন অহনা। জন্মের পর মেয়ের এটি প্রথম বড় ট্রিপ। মন্দিরের সামনে দাঁড়িয়ে ভিডিয়োতে অহনা বলেন, “একদম ক্যাঙ্গারুর মতো করে মেয়েকে নিয়ে এসেছি। এই প্রথম এতটা পথ এসেছে আমার মেয়ে। খুব ভালো লাগছে ওর। আজই প্রথম মেয়েকে সবার সামনে নিয়ে আসছি।”
তিনি আরও বলেন, “অনুরাগীদের দীর্ঘদিন ধরে চাওয়া হলো, মেয়ের মুখ প্রকাশ্যে দেখানো হোক। এতদিন খুব ছোট ছিল, তাই আমরা সামনে নিয়ে আসিনি। এবার সবাইকে মেয়ের মুখ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।” এরপরেই ছোট্ট মিষ্টি মেয়ের মুখ প্রকাশ্যে আসে। গোলাপি রঙের জামায় মীরা যেন একদম ছোট্ট পুতুলের মতো দেখাচ্ছে। রোদ্দুরে মুখ গোলাপী হয়ে গেছে, মায়ের কোলে আধো চোখে চারদিকে তাকাচ্ছে। শ্বশুরমশাই নাতনির মাথায় আশীর্বাদে ফুল ঠেকাচ্ছেন।
প্রসঙ্গত, জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে অভিনয় করতে দেখা যাবে অহনাকে। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং পল্লবী শর্মা। দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করবেন অহনা, যদিও চরিত্র ইতিবাচক নাকি নেতিবাচক তা এখনও জানা যায়নি। সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে ফিরতে পেরে আনন্দিত অহনা। বিয়ের পর ছোট্ট সন্তানকে নিয়েই ব্যস্ত ছিলেন, এবার আবার কাজের জন্য ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
কেএন/এসএন