বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত নাম লাবনী সরকার তার অভিনয় জীবন নিয়ে প্রকাশ্যে আলোকপাত করেছেন।
তিনি জানান, “আমাদের সময় নায়িকাদের তেমন কিছু করার থাকত না। নাচ, গান, একটু ফাইট আর চোখে গ্লিসারিন দিয়ে প্রচুর কান্না- এটাই ছিল সময়ের চাহিদা। তাই আমি চরিত্রাভিনেতা হয়েই খুশি।”
লাবনীর এই বক্তব্য থেকে বোঝা যায়, তিনি কখনো মূখ্য নায়িকা বা রোমান্টিক চরিত্রের প্রতি মনোযোগ দেননি। বরং তিনি চরিত্রাভিনেতা হিসেবে সিনেমায় প্রাণবন্ত অবদান রাখতে পছন্দ করেছেন। তার জন্য গল্পের চরিত্রের গভীরতা এবং বৈচিত্র্যময় অভিনয়ই মূল আকর্ষণ।
চলচ্চিত্রের প্রায়শই সীমাবদ্ধতার মধ্যে থেকেও লাবনী তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শককে মুগ্ধ করে চলেছেন। আজও তিনি চরিত্রাভিনেতা হিসেবে অনন্য পরিচয় ধরে রেখেছেন, যা নতুন প্রজন্মের অভিনেত্রীদের জন্য প্রেরণার উৎস।
কেএন/এসএন