অভিনেতা বিবেক ওবেরয় মনে করিয়ে দিলেন জীবনের এক গভীর বোধ। তিনি বলেন, ভগবানের কাছে নির্দিষ্ট কিছু চাওয়া বন্ধ করুন।
বরং প্রার্থনা করুন যা আপনার জন্য সত্যিই ভালো, সেটাই যেন তিনি আপনাকে দেন। তার মতে, এই বিশ্বাস ধরতে পারলে জীবনে জাদুর মতো সব বদলে যেতে শুরু করে।
এমকে/এসএন