চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে (শহিদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে) থেকে প্রাইভেটকার ছিটকে পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নগরীর নিমতলা মোড়ের বন্দর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিক। তিনি এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় এক তরুণীসহ চারজন আহত হয়েছেন। তাদেরকে নগরীর বারিক বিল্ডিং মোড়ের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইভেটকারটি পতেঙ্গার দিক থেকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে লালখানবাজারের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে সাইকেল আরোহী মো. শফিককে (৫৫) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে দুইটি হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে সাইকেল আরোহী শফিক হাসপাতালে মারা যান।’
কেএন/এসএন