নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তাড়াহুড়ো করে বের হতে নিয়ে অনেকেই আহত হয়েছেন।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হলে এর প্রভাবে ফাটল দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জের সিদ্দিকিয়া মাদরাসার ভবনের দেয়াল ধসে যায় এবং আশপাশের একাধিক ভবনে ফাটল দেখা দেয়।
এ ছাড়া, সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৫ নম্বর রোডের দুইটি বাড়ি ও দুই নম্বর রোডের একটি বাড়ি একটির ওপর আরেকটি হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়।
এদিকে, ভূমিকম্পের সময় সিটি ইন্টারন্যাশনাল স্কুল হিরাঝিল বাংলা শাখার মিডিয়ামের ইনচার্জ আব্দুর নূর ও ডে কেয়ার শাখার ইনচার্জ কামাল উদ্দিন দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, ভেনাস এডুকেশন সোসাইটির আয়োজনে বৃত্তি পরীক্ষা ছিল, যেখানে বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ প্রসঙ্গে একজন শিক্ষক বলেন, ‘আমরা জীবনের মায়া ত্যাগ করে প্রতিটি বাচ্চাকে নিরাপদে বের করে নিয়ে আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ।’
কেএন/এসএন