মানুষকে বিশ্বাস করা কতটা কঠিন আবার কখনো কতটা প্রয়োজন তা যেন নতুন করে মনে করিয়ে দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক ব্যক্তিগত অনুভূতি শেয়ার করে তিনি লিখেছেন, কখনো কখনো আমরা চোখ বন্ধ করে একজন মানুষকে বিশ্বাস করি। পরে দেখলে বুঝি, যাকে নিঃশর্ত ভরসা করেছি, সে আদতে সেই মানুষটি নয়। চেনা মানুষই তখন অচেনা হয়ে দাঁড়ায়। ইশার ভাষায়, এই উপলব্ধি নেতিবাচক কিছু নয়, বরং জীবনের ইতিবাচক একটি শিক্ষা।
ইশা সাহা বরাবরই নিজের ভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা খোলাখুলি বলতে ভালোবাসেন। তাঁর সাম্প্রতিক এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে তিনি কি কোনও ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই ইঙ্গিত করলেন? যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি অভিনেত্রী, তবে তাঁর বার্তা যে গভীর, তা স্পষ্ট। জীবনের সম্পর্ক, বিশ্বাস আর ভরসার জায়গাগুলো তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তা অনেকের সঙ্গেই মিল খুঁজে পায়।
ইশার মতে, ভুল মানুষকে বিশ্বাস করা মানেই ব্যর্থতা নয়; বরং সেই অভিজ্ঞতাই শেখায় কাকে কাছে টানা উচিত, আর কোন সম্পর্ক থেকে সরে যাওয়া প্রয়োজন। তাঁর এই দৃষ্টিভঙ্গি অনেক ভক্তের কাছেই সাহস জুগিয়েছে। মন্তব্যের ঘরে তাঁকে সমর্থন জানিয়ে অনেকে লিখেছেন, এমন কথাই তারা বলতে চাইলেও পারতেন না।
ইশা সাহা বর্তমানে বিভিন্ন বাংলা সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত ভাবনা দিয়ে তিনি দর্শকদের সঙ্গে যে সংযোগ তৈরি করেন, তার কারণেই তাঁকে আজকের তরুণ প্রজন্ম আরও কাছ থেকে অনুসরণ করে। তাঁর এই সাম্প্রতিক বার্তাও যেন সেই সংযোগটিকেই আরও দৃঢ় করে দিল।
আরপি/এসএন