নাগা চৈতন্য ফের একবার বড় পর্দায় নতুন চমক আনতে চলেছেন। বর্ষীয়ান পরিচালক কার্তিক দান্দুর সঙ্গে যৌথভাবে তৈরি হতে যাচ্ছে নতুন মিথো-থ্রিলার চলচ্চিত্র #NC24, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার স্রোত বইয়ে দিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বিটস ভিডিওতে দেখা গেছে চৈতন্যর কঠোর প্রশিক্ষণ এবং চমকপ্রদ সেট ডিজাইনের ঝলক।
চৈতন্যকে দেখা গেছে অ্যাকশন কোরিওগ্রাফার জোজি মাস্টারের তত্ত্বাবধানে এক বিশেষ শারীরিক চ্যালেঞ্জিং সিকোয়েন্সের জন্য প্রস্তুতি নিতে। এই প্রশিক্ষণের পাশাপাশি তার নতুন রাগড লুক ইতিমধ্যেই ভক্তদের মধ্যে হিট হয়ে গেছে।
চলচ্চিত্রের সেট নির্মাণও নজর কাড়ার মতো; বিশাল, সিনেম্যাটিক এবং প্রায় বাস্তবতার সীমা অতিক্রম করছে, যা প্রমাণ করছে এই প্রজেক্টের পরিধি এবং উচ্চাকাঙ্ক্ষা কতটা বিশাল। নির্মাতারা নিশ্চিত করেছেন, ছবির শিরোনাম এবং প্রথম লুক উন্মোচন হবে নভেম্বর ২৩, অর্থাৎ চৈতন্যর জন্মদিনে।
ফিল্মটি যে শুধু দর্শককে বিনোদন দেবে তাই নয়, তার সঙ্গে সঙ্গে সিনেমার ভিজ্যুয়াল এবং চরিত্রের নতুন রূপ দর্শকদের মনে দীর্ঘ সময় ধরে গেঁথে থাকবে, এটাই প্রজেক্টটির প্রধান আকর্ষণ।
টিজে/টিকে