বলিউডের আলোচিত সম্পত্তি বিরোধ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে বিপুল সম্পত্তির উত্তরাধিকার নিয়ে টানাপোড়েন চলছিল। এবার এই বিষয়ে মুখ খুলেছেন প্রিয়া সচদেব। আদালতে তিনি দাবি করেছেন, “এটাই তো হওয়া উচিত। আমিই আমার স্বামীর সম্পত্তির একমাত্র উত্তরাধীকারী।” প্রিয়ার কথায়, সঞ্জয়ের বাবা সঞ্জয়ের মায়ের নামে সমস্ত সম্পত্তি করেছেন, তেমনি সঞ্জয়ও তার স্ত্রী প্রিয়ার নামে সম্পত্তি হস্তান্তর করেছেন।
প্রিয়ার আইনজীবীও এই দাবিকে সমর্থন করেছেন। তাদের বক্তব্য, এই দলিল তৈরি হয়েছিল অনেক আগে, তখন সঞ্জয় জীবিত ছিলেন এবং তাঁর উপস্থিতি ও পরামর্শেই ১৭ মার্চ ২০২৫ তারিখে এই দলিল প্রস্তুত করা হয়েছিল। এটি সম্পত্তি হস্তান্তরের একটি স্বাভাবিক প্রক্রিয়া।
সম্প্রতি আদালতে প্রিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, কারিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান যে অভিযোগ তুলেছিলেন, তাঁদের কলেজ ফি জমা দেওয়া হয়নি, সেটি ইতিমধ্যেই সমাধান করা হয়েছে। সেমিস্টার প্রতি ৯৫ লাখ টাকা দেওয়ার রসিদও আদালতে পেশ করা হয়েছে। আগামী ডিসেম্বরেও এই ফি প্রদান করা হবে বলে প্রিয়া জানিয়েছেন।
এই বিতর্কে কারিশ্মার সন্তানদের ভূমিকা এবং প্রিয়ার দাবিকে ঘিরে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। আদালতের এই মামলাটি এখনও বিচারাধীন। বিনোদন জগতের এই ঘটনা নতুন মোড় নিয়েছে, যা ভক্ত এবং মিডিয়ার নজর কাড়ছে।
আরপি/টিকে