রাশমিকা মান্দানা যেন এই বছরে নিজস্ব গতিতেই ছুটে চলেছেন। বড়পর্দায় সাফল্যের পর এবার তাঁর আলোচিত ছবি দ্য গার্লফ্রেন্ড আসছে ওটিটি পর্দায়। আগামী ১১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ছবিটি। পরিচালনা করেছেন রাহুল রবিন্দ্রন। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছিল, বিশেষ করে রাশমিকা তীব্র, আবেগময় অভিনয়। নির্যাতনমূলক সম্পর্কের অন্ধকারে বন্দি এক নারীর মানসিক লড়াইকে তিনি ফুটিয়ে তুলেছিলেন নিখুঁতভাবে। তাঁর সঙ্গে ছবিতে দেখা যায় দীক্ষিত শেট্টি ও অনু ইমানুয়েলকে।
বছরজুড়ে রাশমিকা ছিলেন যেন ব্যস্ততার প্রতীক। ছাভা, সিকান্দার, কুবেরা, থম্মা এক বছরের মধ্যে পাঁচটি ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন যে তাঁকে থামানো কঠিন। অভিনয়ের বৈচিত্র্য আর চরিত্র বাছাইয়ের সাহস তাঁকে আলাদা জায়গায় নিয়ে গেছে। দ্য গার্লফ্রেন্ড ওটিটিতে মুক্তি পাওয়ায় এবার আরও বড় দর্শকসমাজের সামনে পৌঁছে যাবে তাঁর এই ব্যতিক্রমী কাজ। একাধিক ভাষায় মুক্তির ফলে দেশের সীমানা পেরিয়েও ছবিটি ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
এত ব্যস্ততার মধ্যেও বিরতি নেই রশ্মিকার ঝুলিতে। আগামী দিনে তাঁকে দেখা যাবে মাইসা ছবিতে, পাশাপাশি রয়েছে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আরেকটি নতুন প্রকল্প। ভক্তদের প্রত্যাশা, প্রতিটি নতুন চরিত্রেই রশ্মিকা আবারও নিজের রূপান্তর দেখাবেন।
আগামী ১১ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দ্য গার্লফ্রেন্ড দেখা যাবে, আর সেই সঙ্গে রশ্মিকার অনবরত পথচলায় যুক্ত হবে আরও এক মাইলফলক।
আরপি/টিকে