দক্ষিণী জনপ্রিয় নায়িকা কীর্তি সুরেশ এআই নির্ভর ভুয়া ছবির বিরুদ্ধে গভীর উদ্বেগ নিয়েছে। তিনি জানান, কয়েকদিন আগে নিজেরই একটি ছবি দেখে তিনি ভেবেছিলেন সেটি সত্যিই তাঁর পরে বুঝতে পারেন, পুরো ছবিটাই ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি। বিষয়টি তাঁকে শুধু বিভ্রান্তই করেনি, মানসিকভাবেও নাড়িয়ে দিয়েছে তাঁকে ও তাঁর পরিবারকে।
কীর্তি বলেন, প্রযুক্তির এই বেপরোয়া ব্যবহার সত্য-মিথ্যার সীমারেখাকে এমনভাবে ঝাপসা করে দিচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে আসল নকল চিনে রাখা কঠিন হয়ে পড়ছে। তিনি স্মরণ করেন সামান্থা রুথ প্রভুর সঙ্গে তাঁর নাম জড়িয়ে ছড়িয়ে পড়া কিছু এআই তৈরি ছবি যেগুলো এতটাই বাস্তবসম্মত ছিল যে অনেকেই ভুল বুঝেছিলেন।
এই ধরনের ভুয়া ছবি ছড়ানোর পিছনে কী উদ্দেশ্য, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কীর্তি সুরেশ। তাঁর মতে, এখনই ডিজিটাল কনটেন্টের দায়বদ্ধতা ও নিয়মনীতি শক্ত করা জরুরি, নইলে ক্ষতির মুখে পড়বে শিল্পী ও সাধারণ মানুষ উভয়েই।
এদিকে ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে কীর্তির নতুন ছবি রিভলভার রিটা। ব্যস্ততা বাড়লেও সামাজিক ইস্যুতে কীর্তির অবস্থান আরও দৃঢ় হচ্ছে। ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে তিনি একই সঙ্গে সামলাচ্ছেন তারকা-জীবন ও সামাজিক দায়িত্ববোধের ভারসাম্য।
আরপি/টিকে