রাজামৌলি ও মহেশ বাবুর পরবর্তী প্রতীক্ষিত চলচ্চিত্র ভরনাসি ইতিমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতিভিরাজ সুকুমারন এই মহৎ প্রজেক্টে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। তবে এই ছবির শিরোনামকে ঘিরে ইতোমধ্যেই টলিউডে তৈরি হয়েছে বিতর্ক।
জানা গেছে, ‘ভারনাসি’ নামটি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করা আছে Rama Bramha Hanuma Creations দ্বারা, যারা এই নামে আদি সাই কুমারের একটি চলচ্চিত্র তৈরি করছেন। রাজামৌলি এখন পর্যন্ত এ বিষয়ে কোন বক্তব্য দেননি, তবে ফিল্ম চেম্বার সভাপতি ভরত ভুষণ আশ্বাস দিয়েছেন, “আলোচনা চলছে এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে।”
চলচ্চিত্র শিল্পের নিয়ম অনুযায়ী, শিরোনামের অধিকার এক বছরের জন্য বৈধ থাকে এবং পুনর্নবীকরণের জন্য প্রোডাকশনের প্রমাণ থাকা আবশ্যক। তা না হলে শিরোনাম পুনরায় অন্যদের দেওয়া যেতে পারে। প্রাক্তন TFPC সচিব মোহন ভদলাপাটলা জানিয়েছেন, শিরোনাম সংক্রান্ত এই ধরনের বিরোধ নতুন নয় এবং সাধারণত সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান হয়ে যায়।
ফ্যানরা বর্তমানে শিরোনামের চূড়ান্ত অবস্থার জন্য অপেক্ষায় থাকলেও, ভরনাসি চলচ্চিত্রটি ইতিমধ্যেই জোরালো আলোচনার সৃষ্টি করেছে এবং দর্শকদের কৌতূহল বাড়িয়ে তুলছে। এই ছবির মুক্তি এবং শিরোনামের চূড়ান্ত সিদ্ধান্ত টলিউডে নতুন উত্তেজনার ঝড় তুলতে চলেছে।
টিজে/টিকে