তারা বাংলাদেশ থেকে কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘পতিত হাসিনা সরকার গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দেশের ১৮ কোট মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। এর মধ্যে আওয়ামী লীগের লোকও ছিল। তারা তাদের দলের লোকদেরও রক্ষা করেনি। এই কথা বলার কারণ হচ্ছে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর স্বৈরাচারী শেখ হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শুধুমাত্র নিজ এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেছেন, তার দলের নেতা-কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করেননি।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা সদরে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আওয়ামী লীগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ সব সময় বড় বড় কথা বলে। কিন্তু তাদের দলের নাম উর্দুতে কেন রেখেছিল। আওয়ামী লীগ মানে হচ্ছে জনগণ। তারা জনগণের জন্য কী করেছে। আজকে বাংলাদেশের মানুষকে সেই প্রশ্ন করতে হবে। এই প্রশ্ন শুধু বিএনপির সমর্থকদের জন্য নয়, এটি আওয়ামী লীগ যারা করে তাদের জন্যও প্রশ্ন। তারা আওয়ামী লীগের জন্যও কিছু করেনি। এসব কারণে তারা বাংলাদেশ থেকে কাপুরুষের মত পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দাবি করলেও ১৯৭১ সালের ২৫ মার্চ তারা দেশ থেকে পালিয়েছে। ওই সময় নিজ পরিবারকে দুরে ঠেলে দিয়ে এই দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন তিনি পাকিস্তান আর্মির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

এই নেতা বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বুঝতে হবে কারা এই দেশকে ভালোবাসে এবং এই দেশের জন্য জীবন দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষণাই দেননি বরং তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য সম্মুখ সমরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যে কারণে এই দেশের মানুষ তাকে সম্মান জানিয়ে বীর উত্তম খেতাবে ভূষিত করেছিলেন।

মঈন খান বলেন, আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, তারা ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন। এই সময়টাতে তারা ধানের শীষের পক্ষে থেকে সকল কিছু মোকাবিলা করেছেন।

তিনি বলেন, আজকে আমরা যে সমাবেশে এসেছি সেটি হচ্ছে আপনাদের সন্তান আ ন ম এহসানুল হক মিলনের। আমি অনেক আগ থেকেই তাকে চিনি ও জানি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ধানের শীষের জন্য মনোনীত করেছেন। যার কারণে আপনাদের সামনে দলের পক্ষ হয়ে তার হাতে ধানের শীষ তুলে দিলাম। আপনারা এই আসনটি তারেক রহমানকে উপহার দিবেন।

প্রধান বক্তার বক্তব্য দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আ ন ম এহসানুল হক মিলন।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন।
জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মেঘলা থাকবে ঢাকার আকাশ , অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Dec 25, 2025
img
শর্তসাপেক্ষে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র Dec 25, 2025
img
‘ছাবা’তে ভিকি কৌশলের চরিত্রে রয়েছে গভীরতা ও সাহস Dec 25, 2025
img
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Dec 25, 2025
img
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের Dec 25, 2025
img
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কুমিল্লায় বাস দুর্ঘটনায় আহত ৩২ Dec 25, 2025
img
জাতীয় ক্রাশের মুখোশ ছেড়ে ‘মাইসা’ ছবিতে রাশমিকার নতুন লুক Dec 25, 2025
img
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের হামলা অব্যাহত Dec 25, 2025
img
সিলেটে এক বিদেশি এলেন, বিদায় নিলেন দুজন Dec 25, 2025
img
শারভারির নতুন লুক ভাইরাল Dec 25, 2025
img
ভোরের তীব্র শীত উপেক্ষা করে জনতার ঢল সংবর্ধনাস্থলে Dec 25, 2025
img
বড়দিন উপলক্ষে সহমর্মিতার বার্তা ছড়ালেন মেহজাবীন Dec 25, 2025
ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ল ওয়াশিংটন Dec 25, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Dec 25, 2025
img
তারেক রহমানের জন্য মসজিদ ও মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের Dec 25, 2025
img
দেশে ফেরার বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট Dec 25, 2025
img
অবসরে বার্সার ট্রেবল জয়ী ফুটবলার রাফিনিয়া Dec 25, 2025
img
তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার প্রস্তুতির সময় বিএনপি নেতার প্রাণহানি Dec 25, 2025
img
আলোচিত সেই জুলাইযোদ্ধা তাহরিমা গ্রেফতার Dec 25, 2025
img
তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা Dec 25, 2025