সঙ্গীতই তাঁর জীবন, তাঁর শ্বাস, তাঁর অস্তিত্ব। জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল আবারও জানালেন, গান তাঁর কাছে শুধু পেশা নয় এটাই তাঁর বেঁচে থাকার শক্তি।
এক আলাপচারিতায় তিনি বলেন, “আমার কাছে সঙ্গীতই অক্সিজেন। কোনো দিন গান গাইতে না পারলেও, অন্তত সঙ্গীত শুনে বেঁচে থাকতে পারব।” শ্রেয়ার এই অকপট স্বীকারোক্তি যেন তাঁর দীর্ঘ দুই দশকের সংগীতযাত্রারই প্রতিচ্ছবি। মঞ্চে হোক বা স্টুডিওতে, প্রতিটি মুহূর্তে সুর-লয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব একেবারে নিঃশর্ত।
তিনি আরও জানান, ব্যস্ততার মাঝেও প্রতিদিন অন্তত কিছুক্ষণ তিনি নিজের মতো করে গান শোনেন। সেটাই তাঁর মানসিক শান্তি, শক্তি আর নতুন করে পথ চলার প্রেরণা। ভারতীয় সংগীতাঙ্গনের এই নক্ষত্রের কণ্ঠে আবেগ, মায়া আর টান যা তাঁকে আজ আন্তর্জাতিক পরিসরে অনন্য করে তুলেছে। আর শ্রেয়া নিজেই বলছেন, সঙ্গীত ছাড়া তাঁর শ্বাসই অসম্ভব।
এসএস/টিকে