অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। নিজের জীবন, পরিবার আর ছোট্ট মেয়েকে নিয়ে প্রায়ই নানা ভিডিও শেয়ার করেন তিনি। আর কৃষভি থাকলে তো নেটপাড়া ঝড় তুলবেই!
এবার শ্রীময়ী শেয়ার করলেন আরও এক মজার ভিডিও—যেখানে দেখা গেল, বাবার কোলে চেপে বসে আছে ছোট্ট কৃষভি। কিছুতেই নামছে না!
দিক বদলানোর তো প্রশ্নই নেই—শ্রীময়ী ডাকছেন, মা ডাকছে, কিন্তু কৃষভি নামবে না বাবার কোলে!
কারণ?
কাঞ্চন তৈরি হচ্ছেন শ্যুটিংয়ে যাওয়ার জন্য… আর কৃষভি ভেবেছে—বাবা তৈরি মানেই ঘুরতে যাওয়া!
ভিডিওতে শোনা যায় শ্রীময়ী মজা করে বলছেন
“শ্যুটিংয়ে যাবে। আর পড়েছে ফ্যাসাদে! আমাকে তো ফেলে রেখে চলে যায়… আর এইবার পড়েছে মেয়ের খপ্পরে! বুঝেছে ঘুরতে যাওয়া যাবে।”
মিষ্টি এই বাবা–মেয়ের মুহূর্ত মুহূর্তে ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
কাঞ্চন–শ্রীময়ীর পরিবার গড়ার গল্পও কম সুন্দর নয়।
আইনি বিয়ের ঠিক এক মাস পর—২০২৪ সালের মার্চে তাঁদের সামাজিক বিয়ে। আর সেই বছরই নভেম্বর মাসে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান কৃষভির।
মেয়ের এক বছরের জন্মদিনে কাঞ্চন লিখেছিলেন হৃদয়ছোঁয়া একটি নোট
“শুভ জন্মদিন আমার সোনা মা। মা-কে হারানোর পর, যেন কৃষভির মধ্যে তাঁকে ফিরে পেয়েছি। প্রতিটি দিন মেয়ের বড় হয়ে ওঠা দেখেছি নিজের চোখে… এই অনুভূতি বলে বোঝানো যায় না।”
তিনি আরও লিখেছিলেন
“ওর সব ইচ্ছে হয়তো আমরা পূরণ করতে পারব না, কিন্তু ঈশ্বর যেন সব পূরণ করেন। আমরা শুধু চাই—মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা রেখে মানুষের মতো মানুষ হয়ে উঠুক আমাদের মেয়ে।”
এবি/টিকে