ভালবাসা তাঁর কাছে কোনো হঠাৎ অনুভূতি নয়, নয় সিনেমার মতো প্রথম দেখাতেই প্রেমে পড়ার গল্প। ভারতীয় অভিনেতা রণজয় বিষ্ণু এবার জানালেন নিজের দৃষ্টিভঙ্গি ভালবাসা একটি দীর্ঘ পথ, সময়, বোঝাপড়া আর দায়িত্বে গড়ে ওঠা সম্পর্ক।
এক সাক্ষাৎকারে রণজয় বলেন, “লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে কিছু হয় না। এগুলো এক ধরনের বিলাসিতা। ভালবাসা একটা বড় চ্যাপ্টার।” মনের টান, আকর্ষণ কিংবা মুহূর্তের আবেগকে তিনি প্রেমের সঙ্গে এক করে দেখেন না। তাঁর মতে, সত্যিকারের ভালোবাসা তৈরি হয় ধীরে ধীরে মানুষকে জানার মধ্যে দিয়ে, সম্পর্ককে সময় দেওয়ার মধ্য দিয়ে।
রণজয় আরও বলেন, বর্তমান প্রজন্ম দ্রুত আবেগে ভেসে যায়, কিন্তু স্থায়ী সম্পর্ক চাইলে প্রয়োজন পরস্পরের প্রতি শ্রদ্ধা, ধৈর্য আর বাস্তবতার জায়গা থেকে ভাবা। অভিনেতার এই খোলামেলা মতামত ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনা তৈরি করেছে। তাঁর কথায় স্পষ্ট প্রেম তাঁর কাছে সৌন্দর্যের মতোই গভীর, তবে তা হঠাৎ নয়, তৈরি হয় সময় আর বুঝেশুনে।
এসএস/টিকে