বলিউড অভিনেতা ধানুশ বলেছেন, অনেকেই নাকি মনে করেন তার মুখে প্রেমে ব্যর্থ মানুষের ছাপ দেখা যায়, আর তিনি এটিকে অপমান নয়, বরং প্রশংসা হিসেবেই নিয়েছেন। ‘আমার মুখ নাকি প্রেমে ব্যর্থ একটা মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি,’ দিল্লিতে প্রচারণার সময় এভাবেই মন্তব্য করেন তিনি।
‘তেরে ইশক মে’ ছবির প্রচারণায় ব্যস্ত ধানুশ জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই ও সহ অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বলেন, ‘হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি।
চরিত্রে আবেগের জায়গাটা ধরতে এটি নাকি নেচারালি আমাকে সাহায্য করবে।’
ছবিতে তিনি অভিনয় করছেন শঙ্কর নামে এক চরিত্রে। ধানুশের ভাষায়, শঙ্করকে ভালোবাসা সহজ হলেও চরিত্রটির ভেতরে অনেক জটিলতা আছে, যা দর্শক ছবি দেখলেই বুঝতে পারবেন। তবে চরিত্রটি ‘আগ্রাসী’ নয়।
এটা শুধু গভীর আবেগ ও চ্যালেঞ্জে ভর্তি একটি ভূমিকা। এ বছর একাধিক ছবি ও নির্মাণে যুক্ত থাকলেও ‘তেরে ইশক মে’ ধানুশের বছরের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ, যা ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরপি/টিকে