দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে শোকজ করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
শনিবার (২২ নভেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ শোকজ করা হয়।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ রেদোয়ান ও জামাদিউল আউয়াল সুজাত, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাহিম।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
গত ১৯ নভেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি হোটেলের সামনে চারুকলা ইন্সটিটিউটের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে এই ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।
কেএন/টিকে