বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘স্কুইড গেম’ এবার পাড়ি দিচ্ছে আমেরিকায়। দীর্ঘদিন ধরে গুঞ্জন ঘোরাফেরা করলেও এবার খবরটি নিশ্চিত হয়েছে। নতুন এই সংস্করণের নাম রাখা হয়েছে ‘স্কুইড গেম: আমেরিকা’। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে লস অ্যাঞ্জেলেসসহ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে শুরু হবে শুটিং।
সবচেয়ে বড় চমক, মূল সিরিজের স্রষ্টা হোয়াং দং হিউক যিনি শুরুতে প্রকল্পটির সঙ্গে যুক্ত হতে না চাইলেও শেষ পর্যন্ত নাম লিখিয়েছেন সহপ্রযোজক হিসেবে। তাঁর সঙ্গে থাকছেন বিখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চার, যিনি এবার পরিচালনার নেতৃত্বে। আমেরিকান সংস্করণটি মূল কাহিনির অনুবাদ নয়, বরং একই বিশ্বে নির্মিত নতুন গল্প। পরিচিত নিষ্ঠুর খেলাগুলো এবার দেখা যাবে আমেরিকার সমাজ-সংস্কৃতি, নৈতিক সংকট, বেঁচে থাকার দ্বন্দ্ব আর পুঁজিবাদের নির্মম বাস্তবতার ভিতর দিয়ে।
আরও একটি বড় আগ্রহের জায়গা তৈরি হয়েছে অভিনেত্রী কেট ব্লানচেটকে ঘিরে। মূল সিরিজের তৃতীয় মৌসুমে তাঁর অল্প উপস্থিতি থাকলেও এবার তিনি পাওয়া যাচ্ছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ধারণা করা হচ্ছে, তিনি হয়তো মূল সিরিজের গং ইউয়ের জায়গায় আসছেন, অর্থাৎ খেলায় প্রবেশদ্বার তৈরি করে দেওয়া রহস্যময় চরিত্রটির নতুন মুখ হবেন তিনি।
প্রযোজনা সংস্থার আলোচনায় আছে ২০২৮ সালের বড়দিনকে কেন্দ্র করে মুক্তির সময়। এত দীর্ঘ প্রস্তুতি ও দুই মহাদেশের সৃষ্টিশীল শীর্ষ দুই নির্মাতার যুক্ত হওয়ায়, এটিকে নেটফ্লিক্সের পরবর্তী বৈশ্বিক আলোড়ন হিসেবে দেখা হচ্ছে। নতুন খেলাগুলো, বেঁচে থাকার নির্মম লড়াই এবং মানবজীবনের অনিবার্য দ্বন্দ্ব সব মিলিয়ে ‘স্কুইড গেম: আমেরিকা’ নিয়ে দর্শকের অপেক্ষার পালা এখনই শুরু।
আরপি/টিকে