ভারী বর্ষণের ফলে বন্যায় বির্পযস্ত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চাল। নিরাপত্তার স্বার্থে দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা সংকেত। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ন্যাশন থাইল্যান্ড এ তথ্য জানায়।
দেশটির দক্ষিণের প্রদেশ হাত ইয়াইয়ে তিন দিনে রের্কড করা হয় ৫৯৫ মিলিমিটারের বৃষ্টিপাত। ফলে দেখা দেয় ভয়াবহ বন্যা। শুক্রবার (২১ নভেম্বর) থেকে বন্যার পরিস্থিতির অবনতি হতে থাকে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ বাসিন্দা।
দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি না থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। নিরাপত্তাজনিত কারণে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।
থাইল্যান্ড স্টেট রেলওয়ে (এসআরটি) ঘোষণা করেছে যে হাট ইয়াই ও সঙখলা জেলার কিছু অংশে তীব্র বন্যার কারণে রেলপথে পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণাঞ্চলের ১০টি ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই স্থগিতাদেশ ২২ নভেম্বর থেকে কার্যকর হবে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চলবে। ক্ষতিগ্রস্ত সমস্ত যাত্রী সম্পূর্ণ টিকিট ফেরতের জন্য আবেদন করতে পারবেন।
শনিবার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে প্রদেশটির ১৬টি জেলার মধ্যে ১৩টিকে দুর্যোগ কবলিত অঞ্চল বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ও বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে মোতায়ন করা হয়েছে সামরিক বাহিনী।
কেএন/টিকে