২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘গুস্তাখ ইশক’। এই উপলক্ষে অভিনেত্রী ফাতিমা সানা শেখ নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন একটি ভুল বোঝাবুঝি ঘিরে নারীবাদ বা ফেমিনিজম নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানালেন, ফেমিনিজমকে মেনে নেওয়ার সঙ্গে পুরুষদের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাবের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “মানুষরা শব্দটির প্রকৃত অর্থই বোঝে না। সমস্যাটা এখানেই।”
ফাতিমা আরও উল্লেখ করেছেন, সামাজিক প্রচারে দেখানো মিমগুলো যেখানে পুরুষরা ফেমিনিজম থেকে দূরে সরে যায়, মূলত তারা সমানাধিকারের সঠিক ধারণা না থাকায় এই অবস্থায় আসে। তিনি বলেন, প্রকৃত ফেমিনিজম হলো লিঙ্গভিত্তিক সমতার প্রতীক।
অভিনেত্রী আরও উদাহরণ দিয়েছেন তার আগের ছবি ‘ঢক ঢক’-কে, যা নারীচরিত্রের মাধুর্য ফুটিয়ে তোলায় প্রশংসিত হয়েছিল। সেই ছবির চিত্রনাট্য একটি পুরুষ পরিচালক লিখেছিলেন এ থেকে বোঝা যায়, সহানুভূতি লিঙ্গের সীমাবদ্ধ নয়।
ফাতিমার আসন্ন ছবি ‘গুস্তাখ ইশক’-এ অভিনয় করেছেন বিজয় ভার্মা, নাসিরউদ্দিন শাহ ও শরীব হাশমি। ছবিটি পরিচালনা করেছেন বিভু পুড়ি। নিজের কথায়, চিন্তাভাবনায় এবং চরিত্রের মাধ্যমে ফাতিমা এখনও সংলাপ তৈরি করছেন, যেখানে সমানাধিকারের ধারণা এবং অন্তর্ভুক্তিমূলক আলোচনা সবসময় কেন্দ্রবিন্দুতে থাকে।
আরপি/টিকে