তুমুল প্রশংসায় মনোজ বাজপেয়ী অভিনীত ‘ফ্যামিলি ম্যান থ্রি’ ওয়েব সিরিজ

দীর্ঘ অপেক্ষার পর গত ২১ নভেম্বর মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান সিজন থ্রি’। এটি অ্যামাজন প্রাইম ভিডিওতে ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে একসঙ্গে দেখা যাচ্ছে। মুক্তির পরপরই  সিরিজটিতে অ্যাকশনের পাশাপাশি তুমুল প্রশংসায় ভাসছেন প্রধান চরিত্রাভিনেতা মনোজ বাজপেয়ী। 



আগের সিজনগুলোর মতোই এবারও গোয়েন্দা কর্মকর্তা শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে ফিরেছেন মনোজ বাজপেয়ী। শ্রীকান্ত একদিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করার কঠিন দায়িত্ব পালন করেন, অন্যদিকে চেষ্টা করেন তার মধ্যবিত্ত পরিবার সামলানোর। এই সিজনে তার জীবনে আরও জটিল ও টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আসে।

পর্যবেক্ষকদের মতে, অন্যান্য স্পাই থ্রিলারের তুলনায় ‘ফ্যামিলি ম্যান’ সিরিজটি দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ার মূল কারণ ছিল একজন সাধারণ মধ্যবিত্ত নায়কের গল্প ফুটিয়ে তোলা। এবারের সিজনেও মনোজ বাজপেয়ীর অভিনয় সেই বিশেষত্ব ধরে রেখেছে, যেখানে তিনি নিখুঁতভাবে একজন গোয়েন্দার পেশাগত দায়িত্ব এবং পারিবারিক সমস্যার দ্বৈত জীবন ফুটিয়ে তুলেছেন।

তৃতীয় সিজনের গল্প উত্তর-পূর্ব ভারতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ভাবনা এবং এই অঞ্চলের নতুন প্রজন্মের মধ্যে শান্তি-সংহতি নিয়ে অবিশ্বাসকে ঘিরে তৈরি হওয়া সংঘাত তুলে ধরা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীন অ্যাঙ্গেল, বিদেশি কর্পোরেট অস্ত্র চুক্তি এবং ভূ-রাজনৈতিক নানা জটিলতা।

সিরিজে মনোজ বাজপেয়ীর সঙ্গে খলচরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলোয়াত। তার চরিত্রটির নাম রুকমা, যিনি একজন প্রভাবশালী ড্রাগ মাফিয়া। এছাড়া ব্রিটিশ ব্রোকার মীরা এস্টন চরিত্রে দেখা গেছে নিমরত কৌরকে, যিনি বিদেশি কর্পোরেট হাউস ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগসাজশ করে নাশকতা চালান। রুকমা এবং শ্রীকান্তের মধ্যে ব্যক্তিগত শত্রুতামূলক লড়াই এবারের গল্পের প্রধান আকর্ষণ।

পর্যালোচকরা অ্যাকশন দৃশ্যগুলোর প্রশংসা করেছেন, বিশেষত উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক দৃশ্যের পটভূমিতে এই অ্যাকশন বেশ সতেজ মনে হয়েছে।

যদিও সিরিজটি বিপুল প্রশংসা কুড়িয়েছে, তবে কিছু সমালোচক মনে করেন, একাধিক প্লটকে একসঙ্গে টানার চেষ্টা করায় গল্প মাঝে মাঝে অতিরিক্ত ভিড়ে জটিল হয়ে উঠেছে। বিস্ফোরণ, ধাওয়া, অপহরণ, এবং গোপন মিশনের ভিড়ে কাহিনীর গতি মাঝেমধ্যে আলগা হয়ে গেছে।
তবে, মনোজ বাজপেয়ীর অভিনয় এবং সিরিজের শেষে শ্রীকান্তের স্ত্রী সূচির স্বীকারোক্তি- ‘ওর মিথ্যেগুলোই মিস করছি’, দর্শক ও সমালোচকদের মন ছুঁয়ে গেছে।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
'জি লে জারা' বাতিল নয়, তবে অনিশ্চিত তারকা তালিকা Nov 23, 2025
img
কমনওয়েলথ মহাসচিবকে নির্বাচনের অগ্রগতি জানালেন সিইসি Nov 23, 2025
img
ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি Nov 23, 2025
img
আইরিশদের বড় ব্যবধানে সিরিজ হারাল বাংলাদেশ Nov 23, 2025
img
ডেঙ্গু আক্রান্ত হয়ে নারী চিকিৎসকের মৃত্যু Nov 23, 2025
img
টিয়ার-থ্রি শহরে ১০০ নতুন সিনেমা পর্দা খুলছে পিভিআর Nov 23, 2025
img
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন: ফারুক Nov 23, 2025
img
ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার: পরিবেশ উপদেষ্টা Nov 23, 2025
img
বিরতির পর আবার পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম Nov 23, 2025
img
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প Nov 23, 2025
img
বড়দিনকে সামনে রেখে লিসবনে আলো উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন Nov 23, 2025
img
৩০ দলের মতামতের ভিত্তিতে কাঠামোগত সংস্কারের সূচনা সম্ভব: অধ্যাপক আলী রীয়াজ Nov 23, 2025
img
গডফাদার-সন্ত্রাসীরাই এমপি হয়, এই ধারণা আমরা ভাঙবো: তাসনিম জারা Nov 23, 2025
img
৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করেছে বাকৃবির শিক্ষার্থীরা Nov 23, 2025
img
বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার Nov 23, 2025
img
জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে রুল Nov 23, 2025
img
আর্থিক খাতে ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ অবস্থা: গভর্নর Nov 23, 2025
img
যে যেভাবে পারছে, তলার পর তলা উঠিয়ে দালান তৈরি করছে: রিজভী Nov 23, 2025
img
শুল্কের হুমকি দিয়ে ৫ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প Nov 23, 2025
img
শাপলা কলির ডিজাইন পাইনি, নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না: নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 23, 2025