ডিসেম্বরের শীতল হাওয়ায় এবার প্রেমের মাদকতা ছড়িয়ে দিল ‘তু মেরি মে তেরা মে তেরা তু মেরি’র টিজার। অবশেষে প্রকাশের পর থেকেই এই রোমান্টিক ছবির ঝলক দর্শকদের মন জিতেছে। ছবিতে রে ও রুমি চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডাকে। ধর্মা প্রোডাকশনস ও নমহ পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি মুক্তি পাচ্ছে বড়দিনে, ডিসেম্বর পঁচিশ তারিখে।
ছবির পরিচালক সমীর বিদ্ভানস টিজারেই তৈরি করেছেন উৎসবঘন এক আবহ। রঙিন উৎসবের আলো, স্বপ্নে ভরা দৃশ্য আর জুটির উজ্জ্বল রসায়ন তৈরি করেছে এক মন ছুঁয়ে যাওয়া অনুভূতি। বহুদিন পর আবার একই পর্দায় ফিরেছেন কার্তিক ও অনন্যা, আর তাদের অনাবিল রসায়নেই যেন জমে উঠেছে গল্পের প্রথম ইঙ্গিত।
টিজারের প্রতিটি মুহূর্তই প্রেম, আবেগ আর উৎসবের আনন্দ মিলিয়ে বড়দিনের বিশেষ আবহকে সামনে এনে দিয়েছে। বছরের শেষ সপ্তাহে দর্শকরা যে এক হৃদয়ছোঁয়া প্রেমকাহিনি পেতে যাচ্ছেন তার স্পষ্ট আভাস মিলল এই টিজারেই।
আরপি/টিকে