দেশরক্ষায় নিয়োজিতদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিলেন বলিউড তারকা শাহরুখ খান। এক আবেগঘন বক্তব্যে তিনি জানালেন, নিজের পেশা সম্পর্কে প্রশ্ন করা হলে গর্বের সঙ্গে বলতে হবে যে তারা দেশকে রক্ষা করেন। আর আয়ের বিষয়ে কেউ জানতে চাইলে হাসিমুখে জানাতে হবে যে তারা কোটি মানুষের আশীর্বাদ অর্জন করেন প্রতিদিন।
শাহরুখ আরও বলেন, ভয় পাওয়া নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তবে দৃঢ় চাহনিতে জানিয়ে দিতে হবে যে যাঁরা আক্রমণ করতে আসে, তারাই ভয় পায়। তাঁর এই বার্তা মুহূর্তেই সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। ভক্তরা মনে করছেন, নিজের জনপ্রিয়তা আর ব্যক্তিত্ব দিয়েই আবারও ইতিবাচক শক্তি ছড়িয়ে দিলেন কিং খান।
এমকে/টিএ