বিপিএলের ১২তম আসরের নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। তবে কোন পাঁচ দল খেলবে, সেটা নিয়ে এখনো চলছে কানাঘুষা। এবারের আসরে থাকছে না খুলনা টাইগার্স। তবু শিরোনাম হলো তারা। গত আসরের কয়েকজন ক্রিকেটারের টাকা এখনো পরিশোধ করেনি দলটি।
এর মধ্যে রয়েছে দুই জন বিদেশি ক্রিকেটার। দলটির হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইলিয়াম বোসিস্টো। তবে তার পাওনার ৩০ হাজার ডলার এখনো দেয়নি খুলনা দল। এছাড়া আরেক বিদেশি অ্যালেক্স রসের ১০ হাজার ডলার বকেয়া রেখেছে তারা।
এখনো পারিশ্রমিক পাননি দেশি পেসার মুশফিক হাসানও। আসরের শেষ দিকে ৪ ম্যাচ খেলেছিলেন তিনি। বল হাতে বেশ ভালো পারফর্মও করেছিলেন। যদিও একটি টাকাও মুশফিককে দেয়নি খুলনা দলটি। বেশ কয়েকবার কথা দিলেও পরিশোধ করেনি কোনো টাকাই।
ঢাকা পোস্টকে দলটির সাবেক প্রধান কোচ তালহা জুবায়ের বলছিলেন, ‘মুশফিকের বিষয়ে মালিক পক্ষকে একাধিকবার বলেও সুরাহা হয়নি। কোনো টাকাই তাকে দেওয়া হয়নি।’
টিজে/টিএ