বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার হাতে রয়েছে দুটি মেগা বাজেটের সিনেমা নীতেশ তিওয়ারির মহাকাব্যিক ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বনসালীর বহু প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। ভক্তরা অপেক্ষা করছেন এই দুটি সিনেমার জন্যই। তবে বি-টাউনের গুঞ্জন, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর জন্য দর্শকদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে পারে।

শিডিউল জটিলতায় সঞ্জয় লীলা বনসালীর সিনেমার কারণে পিছিয়ে যেতে পারে রণবীরের ‘রামায়ণ’। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রণবীর কাপুরের প্রাথমিক পরিকল্পনা ছিল আগে ‘রামায়ণ’-এর শুটিং শেষ করা।
এরপরই তিনি হাত দিতেন সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। কিন্তু ‘রামায়ণ’-এর প্রথম অংশের শুটিংয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। ফলে তৈরি হয়েছে নতুন জটিলতা।
প্রতিবেদনে আরও বলা হয়, রণবীর কাপুর চেয়েছিলেন ‘রামায়ণ’-এর দুটি অংশের (পার্ট ১ ও ২) কাজ শেষ করেই বনসালীর সেটে ফিরবেন। কিন্তু নীতেশ তিওয়ারির প্রজেক্টে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে রণবীরের হাতে থাকা ‘রামায়ণ পার্ট-২’-এর জন্য বরাদ্দকৃত তারিখগুলো এখন অব্যবহৃত পড়ে থাকছে।
এমতাবস্থায় অলস বসে না থেকে সেই সময়টা তিনি সঞ্জয় লীলা বনসালীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতির চাপে পড়ে ‘রামায়ণ’-এর ডেট এখন চলে যাচ্ছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ঝুলিতে।
ইন্ডাস্ট্রির ধারণা, এই শিডিউল পরিবর্তনের বড়সড় প্রভাব পড়বে সিনেমার মুক্তির তারিখে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে ‘রামায়ণ পার্ট-২’ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আরপি/টিকে