সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণ পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।
রোববার (২৩ নভেম্বর) চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি বলেও জানানো হয়।
এর আগে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারপারসন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার পর সেখানে যান তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া।
এমআর/টিকে