চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের হামলার এবং নভেম্বর মাসে দিল্লিতে বিস্ফোরণের ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা শাহরুখ খান। এসব ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার মুম্বাইয়ে ‘গ্লোবাল পিস অনার্স’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুম্বাই, পহেলগাঁও এবং দিল্লির ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা।
সকলের উদ্দেশে শাহরুখ বলেন, ‘২৬/১১ হামলা, পহেলগাঁও এবং দিল্লিতে যাদের প্রাণ গিয়েছে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। দেশকে রক্ষা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদেরও প্রণাম জানাচ্ছি।’
শাহরুখের কথায়, ‘যদি কেউ আপনার কাছে জানতে চান, আপনি কী করেন, সগর্বে বলুন, আমি দেশকে রক্ষা করি। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করেন, আপনার আয় কত, তাহলে ঠোঁটের কোণে হাসি রেখে বলুন, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি।’
‘যদি তারা আবার আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি কি কখনও ভয় পান না? তাদের চোখে চোখ রেখে বলুন, যারা আমাদের আক্রমণ করে, তারাই ভয় পায়।’
কিং খান আরও বলেন, ‘আসুন আমরা সকলে মিলে শান্তির পথ খুঁজি। জাতি, ধর্ম এবং বৈষম্য ভুলে মানবতার পথে হাঁটি যাতে, দেশের শান্তির জন্য আমাদের বীর শহীদদের লড়াই যেন বৃথা না যায়।’
আরপি/টিএ