প্রায় ১১ বছর আগেই মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদ ঘটে আজমেরী হক বাঁধনের। এই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী।
তবে মাঝে তিনি জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে।
বছর চারেক প্রেম করার পর গেল বছরের শুরুর দিকে সেই সম্পর্কটি ভেঙে যায় যায় বলে নিজেই জানিয়েছেন বাঁধন।
সেই সময়ে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন।
সেই সময়ের কথা তুলে ধরে অভিনেত্রী গণমাধ্যমে বললেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ-সব মিলিয়ে অন্য রকম একটা জীবন ছিল।
বাঁধন এখন মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কথা হয় না। কেউ তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না।
বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনের সুন্দর সময় পার করছেন বলে জানালেন বাঁধন।
ফের প্রেমে মজেছেন তিনি, অর্থাৎ প্রেমের সম্পর্কে আছেন। খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন বলেও জানান।
বাঁধন বললেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। কাজ, জীবন ও আমার সন্তান নিয়ে-একটা সুন্দর সময় কাটাচ্ছি। আমার মা-বাবার সঙ্গে সম্পর্ক, আমার ভাইদের সঙ্গে সম্পর্ক-অনেক সুন্দর।
আমি সেটা খুবই উপভোগ করছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগির প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।’
বলা দরকার, ইতিমধ্যে দুটি কাজ শেষ করেছেন বাঁধন। দুটি কাজই আসবে আগামী বছরে। এ ছাড়া নির্বাচনের পর সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
টিজে/টিএ