তারুণ্যের জোয়ারে ভাসছে দক্ষিণী তারকা রাম চরণ। তার আসন্ন ছবি ‘পেদ্দি’ থেকে মুক্তি পাওয়া প্রথম সিঙ্গেল ‘চিকিরি’ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। মাত্র কয়েকদিনের মধ্যে পাঁচটি ভাষায় প্রকাশিত এই গানকে ৯০ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন এবং ১.৫ মিলিয়নেরও বেশি মানুষ পছন্দ প্রকাশ করেছেন। জনি মাস্টার এর নৃত্য সমন্বয় ও চরণ এর পর্দার জোরালো উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষভাবে, উত্তর আন্দ্রা উপভাষায় চরণ এর অভিষেকের জন্য এই গানকে সমগ্র বিশ্বের দর্শকরা প্রশংসা করছে।
ছবিটি পরিচালনা করেছেন বুচি বাবু সানা, এবং এতে প্রধান চরিত্রে রয়েছেন জানভি কাপুর। আগামী ২৭ মার্চ, ২০২৬ তারিখে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে, যা রাম চরণ এর জন্মদিনের সঙ্গে মিলিয়ে আরও উৎসবমুখর হয়ে উঠবে। সঙ্গীত পরিচালনায় আছেন এ আর রহমান, যার সুরসঙ্গীত এবং শক্তিশালী স্ক্রিন উপস্থিতি মিলিয়ে ছবিটি একটি উত্তেজনাপূর্ণ এবং সঙ্গীতময় ব্লকবাস্টারে পরিণত হওয়ার পথে।
প্রথম সিঙ্গেল ‘চিকিরি’ ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে দারুণ আলোচনার জন্ম দিয়েছে। রাম চরণ এর মসৃণ নাচের ভঙ্গিমা, শক্তিশালী অঙ্গভঙ্গি এবং গানটিতে পারদর্শিতা দর্শকদের মনে নতুন এক উন্মাদনা সৃষ্টি করেছে। অনুরাগীরা আশায় রয়েছেন, ছবি মুক্তি পাওয়ার পর পুরো ‘পেদ্দি’ সিনেমা জগৎ জুড়ে রাম চরণ এর উজ্জ্বলতার চমক দেখাবে।
এমকে/টিএ