দুই বাংলার জনপ্রিয় খল-অভিনেতা কমল পাটেকর। পুরান ঢাকায় জন্ম নেয়া এই অভিনেতা ঢাকা-কলকতা কেন্দ্রিক সিনেমায় কাজ করেন। আশির দশকে শুরু তার চলচ্চিত্র ক্যারিয়ার।
জীবনের প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ২০ টাকা। তবে তার চলচ্চিত্র যাত্রা খুব সহজ ছিল না। অভিনেতা-অভিনেত্রীদের দেখতে এসে নিজেই হয়ে গেলেন অভিনেতা। এখন যে কোনো চরিত্রে অদ্বিতীয় কমল।
আগামী ৩ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা দিবেন বলে নিশ্চিত করেছেন দাপুটে এই অভিনেতা।
কমল পাটেকর বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ওমরাহ হজে যাব। অবশেষে সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। স্ত্রীকে নিয়ে ৩ ডিসেম্বর রওনা দেব। আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের দিন দেশে আসব। সবার কাছে দোয়া চাই-আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন এবং আপনাদের জীবনে শান্তি, সুখ ও বরকত দান করেন।’
অভিনেতা কমল এ পর্যন্ত কাজ করেছেন ২ হাজারেরও অধিক সিনেমায়। বর্তমানে এই অভিনেতার পুজন মজুমদারের ‘প্রিয়ারে’, বজলুর রাশেদ চৌধুরীর ‘মানব দানব’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। কমল পাটেকর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
টিজে/টিএ