লাল বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। সাদা পোশাকের ক্যারিয়ারে মাত্র ৫৭ ম্যাচেই নিজের ঝুলিতে পুরলেন আড়াই’শ উইকেট। এর মধ্য দিয়ে আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্টে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার কীর্তিতে রঙ্গনা হেরাথের পাশে নাম লেখালেন তাইজুল।
বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার কীর্তিতে প্রথমে নাম লেখান শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ২০১৪ সালের আগস্টে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে নিজের ৫৭তম টেস্টে এই কীর্তি গড়েন বাঁহাতি এই স্পিনার। এবার তার এই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
রোববার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পঞ্চম দিনে মাঠে নামার আগে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। দিনের ১৪তম ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে লেগ বিফোরের ফাঁদে পেলে ২৫০ উইকেট পূর্ণ করেন তিনি।
আগের দিনই (শনিবার-২২ নভেম্বর) সাকিব আল হাসানকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক বনে গিয়েছিলেন তাইজুল।
টাইগার অলরাউন্ডারের তুলনায় ১৯ ইনিংস কম খেলে তাকে পেছনে ফেলেছেন তাইজুল। ৭১ টেস্টে ১২১ ইনিংস বল করে ২৪৬ উইকেট নিয়েছেন সাকিব। ৫৭ টেস্টে ১০২ ইনিংসে ২৫০ উইকেট নিয়েছেন তাইজুল।
বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন রঙ্গনা হেরাথ ও তাইজুল ইসলাম। দুজনেই এই কীর্তি গড়েছেন ৫৭ টেস্টে।
বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার তালিকায় হেরাথ ও তাইজুলের পরের অবস্থানেই আছেন ভারতের বিষেন সিং বেদি। ১৯৭৮ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে নিজের ৬০তম টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার।
এরপরের স্থানে আছেন আরেক ভারতীয় বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। আড়াই’শ উইকেটের মাইলফলক স্পর্শ করতে জাদেজা খেলেছেন ৬২ ম্যাচ। ২০২৩ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ৬২তম টেস্টে এই কীর্তি গড়েন জাদেজা।
এ তালিকায় তার পরের স্থানে আছেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউড। ১৯৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের ৬৯তম টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ স্পিনার।
টিজে/টিএ