রাশ্মিকা মান্দানা যেন অভিনয়ের সীমা পেরিয়ে এবার উঠে এসেছেন নারীর অন্তর্জ্ঞান আর অনুভূতির শক্তি নিয়ে এক গভীর আলোচনায়। ‘দ্য গার্লফ্রেন্ড’-এ ব্যস্ত সময় কাটানোর পর হঠাৎই নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন এক মর্মস্পর্শী অনুভব যা ছুঁয়ে গেছে অসংখ্য নারীর হৃদয়।
তিনি লিখলেন, নারীর ভেতরে এক অদ্ভুত শক্তি আছে। এমন শক্তি, যা কোনো শব্দে বোঝানো যায় না, কিন্তু অনুভব করা যায় স্পষ্টভাবে। কোনো সমস্যা আসার আগেই নারী বুঝে ফেলেন পরিস্থিতি, মানুষ, আচরণ সবকিছু। তিনি যেন গল্প বলার মতো করে লিখলেন, নারীরা অনেক সময় দেখতে পান চোখে না দেখা সত্য, অনুভব করেন অঘটনের পূর্বাভাস, কিন্তু প্রকাশ করতে পারেন না।
রাশ্মিকা আরও বললেন, নারীরা শুধু নিজেরাই শক্তিশালী নন তারা অন্য নারীকে শক্তি দিয়ে গড়ে তোলেন। একে অপরকে জড়িয়ে ধরে রাখেন, শোনেন, সান্ত্বনা দেন, পথ দেখান। তাঁর ভাষায়, নারী যখন নারীর পাশে দাঁড়ান, তখন সেই শক্তি হয়ে ওঠে অদম্য।
তিনি মনে করিয়ে দিলেন, নারীর শক্তি কখনও দুর্বলতা নয়। এটা কোমল, কিন্তু দৃঢ়; নরম, কিন্তু রক্ষাকারী; নীরব, কিন্তু অপরাজেয়। তাঁর এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে, হয়ে উঠেছে নারীর ঐক্য, সমর্থন ও শক্তির প্রতীক।
রাশ্মিকার লিখিত কয়েকটি লাইন এখন অনলাইনে আলোড়ন তুলেছে যা শুধু তারকা-অনুরাগ নয়, বরং মানবিকতার আলোয় ভরা এক গভীর সত্যের উপলব্ধি।
এমকে/টিএ