দেশের সর্বদক্ষিণের দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন। রোহিঙ্গা সংকট ও সীমান্ত পরিস্থিতিসহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের দুই বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে।
জামায়াতের হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির জেলা আমির ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকা এই জামায়াত নেতার স্ত্রী অসুস্থ হয়ে কয়েকদিন ধরে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
হাসপাতালে আনোয়ারীর সঙ্গে সাবেক এই সংসদ সদস্যের কোলাকুলির একটি ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ঘটনাটিকে সাধুবাদ জানিয়ে নানা মন্তব্যে জানান যে, নির্বাচনি প্রতিযোগিতার মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতির সুন্দর বার্তা বহন করছে- এই মুহূর্তটি। উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন নিজের ফেসবুকে লিখেছেন, দুজন দুই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কিন্তু বিপদের সময় প্রতিদ্বন্দ্বিতা নয়- মানুষ-মানুষের সম্পর্কই বড়। রাজনীতিতে এমন সৌহার্দ্যের মুহূর্ত মানুষকে নতুন করে আশাবাদী করে। দল ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, কিন্তু সম্পর্ক ভাঙে না।
তিনি আরও লেখেন, এই মানবিকতা, এই সহাবস্থানের সংস্কৃতি আরও ছড়িয়ে পড়ুক আমাদের সমাজে। হাসপাতালের সেই কোলাকুলির দৃশ্যটা যেন শান্তি ও ভালোবাসার বার্তা হয়ে পৌঁছে যায় সবার কাছে।
নুর আহমদ আনোয়ারীর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শাহজাহান চৌধুরীর সঙ্গে তার ছবি পোস্ট করা হয়েছে। এডমিন পোস্ট- লেখা ফুটনোটসহ সেই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, হুজুরের অসুস্থ সহধর্মিণীর চিকিৎসার খোঁজ-খবর নিতে ইউনিয়ন হাসপাতালে কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহ জাহান চৌধুরী। অন্যদিকে শাহজাহান চৌধুরীর প্রেস সচিব মোহাম্মদ ইমরান ঢাকাপোস্টকে জানিয়েছেন, আনোয়ারী সাহেবের সহধর্মিণী অসুস্থ হওয়ার খবর পেয়ে নির্বাচনী বহু ব্যস্ততার মধ্যেও তিনি হাসপাতালে খোঁজ নিতে গিয়েছেন। খোঁজ নেওয়ার পাশাপাশি এসময় আনোয়ারী সাহেবকে ধৈর্য ধরার জন্যও সুন্দর পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, শাহজাহান চৌধুরী কক্সবাজার-৪ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এর মধ্যে ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করেন।
জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, তবে তিনি হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান হিসেবে টানা চারবার নির্বাচিত হয়ে এখনো দায়িত্ব পালন করছেন।
ইউটি/টিএ