ভারতের রাজধানী দিল্লির বাতাস দিন দিন যেন বিষাক্ত হয়ে উঠছে। বায়ুদূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের আগামী ছবি ‘তেরে ইশক মে’-এর সংবাদ সম্মেলনে এসে সিনেমার পাশাপাশি নিজের শহরের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানালেন এই অভিনেত্রী।
সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কৃতি শ্যানন বলেন, দিল্লির বাতাসের গুণমান বা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) ৪৩০ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতি তাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের সামনে কৃতি বলেন, ‘যদি সময় থাকতেই যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের সকলের দায়িত্ব এই বিষয়টি দেখা। এই গুরুতর বিষয়ে দৃষ্টিপাত করার সময় এসে গিয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে এই পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠবে।’
সাম্প্রতিক সময়ে দিল্লির দূষণ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে বেশ কিছু সিনেমার শুটিং বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানার সঙ্গে কৃতির ‘ককটেল ২’ সিনেমার শুটিংও দিল্লির অত্যধিক দূষণ এবং সাম্প্রতিক বিস্ফোরণ আতঙ্কের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল।
কাজের ক্ষেত্রে কৃতিকে সামনে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা ধানুশ। পরিচালক জানিয়েছেন, এই ছবিটি তার জনপ্রিয় সিনেমা ‘রাঞ্ঝনা’-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল হতে যাচ্ছে। ছবিটি হিন্দি ও তামিল উভয় ভাষাতেই মুক্তি পাবে।
এমকে/টিএ