প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করা জামায়াতের সেই প্রার্থীকে শোকজ

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

সোমবার (২৪শে নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নোটিশে স্বাক্ষর করেন এবং শাহজাহান চৌধুরীকে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গত শনিবার (২২শে নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত 'নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন'-এ দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেছিলেন, "নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।"

জামায়াত কর্তৃপক্ষ বলছে, এই মন্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের মতে, এই বক্তব্য রাষ্ট্রের প্রশাসনের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং মূল স্পিরিট বা চেতনাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। সংগঠনের অবস্থান হলো, প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে তাদের কাজ করবে এবং এখানে দলের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।

নোটিশে আরও জানানো হয়, এমন বক্তব্যের জেরে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে কড়া সমালোচনা ও উদ্বেগ এসেছে। এমনকি দেশের কূটনৈতিক মহলও সরাসরি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ফলস্বরূপ, দেশ-বিদেশে জামায়াতের জনশক্তি এবং সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, শাহজাহান চৌধুরীর এই মন্তব্যের ফলে দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুন্ন হয়েছে এবং এটি দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী।

নোটিশে আরও জানানো হয়েছে যে শাহজাহান চৌধুরী এর আগেও একাধিকবার এমন সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুদ্ধকারী ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য দিয়েছেন। এর জন্য তাকে কয়েকবার সতর্কও করা হয়েছে, এমনকি জামায়াতের আমিরও তাকে ডেকে সতর্ক করেছেন। কিন্তু তারপরেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

জামায়াত আমিরের নির্দেশ অনুযায়ী এই শোকজ নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায়, তবে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসএস/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
সম্ভাব্য জনদুর্ভোগের জন্য বিএনপির আগাম দুঃখ প্রকাশ Dec 24, 2025
img
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন রুমিন ফারহানা Dec 24, 2025
img
বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার Dec 24, 2025
img
দীপু চন্দ্র ও ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব Dec 24, 2025
img
ঋণখেলাপির তালিকায় নাম থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না Dec 24, 2025
img
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ: বিবিএস Dec 24, 2025
img
রিকশায় করে এসে মনোনয়ন কিনলেন আমির হামজা Dec 24, 2025
img
বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অক্ষয় খান্না Dec 24, 2025
img
১১ কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিলেন টেইলর সুইফট Dec 24, 2025
img
সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ বিএনপির Dec 24, 2025
img
অস্কারে যাওয়ার আগেই ধাক্কার কবলে ‘হোমবাউন্ড’ Dec 24, 2025
img
ডেইলি স্টারে হামলায় লুট হওয়া কম্পিউটারসহ যুবক গ্রেপ্তার Dec 24, 2025
img
নতুন চ্যালেঞ্জ নিয়ে ফিরছেন সামান্থা! Dec 24, 2025
img
বিএনপি থেকে মনোনয়ন পেলেন নুর-রাশেদ, কোন আসনে কে? Dec 24, 2025
img
ঢাকায় বড়দিন উপলক্ষ্যে আতশবাজি ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ Dec 24, 2025
img
ঐতিহাসিক অভ্যর্থনা আগামীকাল : দুদু Dec 24, 2025
img
টেলিকমিউনিকেশন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে : প্রেস সচিব Dec 24, 2025
img
দীপিকার সেই বিতর্কে মতামত জানালেন কিয়ারা Dec 24, 2025
img
নুরের দল থেকে নির্বাচন অংশ নিচ্ছেন মেঘনা আলম Dec 24, 2025
img
শনিবার পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল Dec 24, 2025