বাংলাদেশের হারের দায় নিয়ে অস্বস্তির ইঙ্গিত বাটলারের

ঋতুপর্ণা-রুপ্নাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়ে এশিয়া কাপে উঠেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে তারা জর্ডান-ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল। সেই বাংলাদেশ আজ (বুধবার) নিজেদের মাটিতে ছিল একেবারে ছন্নছাড়া। যে মালয়েশিয়াকে বছর তিনেক আগে ঢাকায় ৬-০ গোলে হারানোর কীর্তি রয়েছে, সেই বাংলাদেশ আজ ১-০ গোলে হেরেছে।

আজ ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পর সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। হারের জন্য কোনো অজুহাত না দিয়ে সরাসরি নিজের দায় স্বীকার করে বলেন, ‘সবার আগে আমি পরিষ্কারভাবে বলতে চাই, দল নির্বাচন, ফলাফল, ভালো বা খারাপ, সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি। এটা একদম স্পষ্ট করে দিতে চাই। তাই আমি অজুহাত দিতে আসিনি।’



বাংলাদেশ এক গোল হজম করে হেরেছে। বাংলাদেশের ডিফেন্ডাররা হাই লাইন ডিফেন্স করায় মালয়েশিয়ার ফরোয়ার্ডরা গোলের সুযোগ পেয়েছেন। গোলের পেছনে অবশ্য কোচ ডিফেন্ডারদের দোষ দেখছেন না কোচ বাটলার, ‘আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। গোলের জন্য আমি কাউকে দোষ দেব না। এটা আমাদের ডিফেন্ডিংয়ের সমস্যার কারণে হয়নি।’ তবে তার এই কৌশল যে ঝুঁকিপূর্ণ সেটা অবশ্য স্বীকার করে নিয়েছেন, ‘যখন আপনি আক্রমণ করছেন, চাপে রাখছেন, আর এমন একটি দলের বিপক্ষে খেলছেন যারা খুব গভীরে নেমে খেলে, তখন ঝুঁকি-পুরস্কারের বিষয়টা থাকে।’

বাংলাদেশ নারী দলের কোচ বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দূরত্ব ছিল। সেই সংকট কাটিয়ে এশিয়া কাপ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। এখন এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে যখন বিশ্বকাপের স্বপ্ন দেখছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা, তখন কোচ বাটলার আবার অস্বস্তির ইঙ্গিত দিলেন, ‘যখন নিজের ক্যাম্পের ভেতর এবং বাইরে এমন কিছু ব্যক্তি থাকে যারা দলকে বিঘ্নিত করার চেষ্টা করে, তখন মুনকি আর সাগরিকাদের মতো তরুণ খেলোয়াড়দের এগিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যায়। আমি ইংল্যান্ড থেকে এসেছি, ওখানকার কাঠামো একদম আলাদা।’ এ নিয়ে তিনি আরও বলেন, ‘যদি কোনো খেলোয়াড়কে শৃঙ্খলাভঙ্গের কারণে দল থেকে বাদ দেওয়া হয়, আর আমি যদি একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে চাই, যা ৯০% ক্ষেত্রে আছে, তাহলে সমস্যা থাকা ব্যক্তিদের কারণে সেটা নষ্ট হয়।’

বাংলাদেশ তার অধীনেই দুর্দান্ত ফুটবল খেলেছে। হঠাৎ এই ছন্দপতন কেন? এই প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ‘আমি সব কিছুর দায় নিচ্ছি, কিন্তু যারা বাইরে থেকে দলকে বিঘ্নিত করছে, তাদের কারণে দায় নিচ্ছি না। আপনারা জানেন কারা সেই মানুষ। তাদের দল, ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কয়েকজন তো আগেও এই গ্রুপে খেলেছে। এটাই বাস্তবতা, এটা হঠাৎ করে যাবে না।’

একইসঙ্গে নিজের অবস্থানে বাটলার তার অবস্থানেই অনড় থাকবেন। ফেডারেশন যদি নতুন কোচ আনতে চায়, তার কোনো দ্বিমত নেই। কালই ইংল্যান্ড চলে যাবেন এটাও বললেন সংবাদ সম্মেলনে, ‘যতদিন আমি আছি, আমি বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের এগিয়ে নেব এবং যারা বিষাক্ত আচরণ করে, যাদের মনোভাব খারাপ, তাদের সরিয়ে দেব। যদি ফেডারেশন নতুন কোচ চায়, আমার সমস্যা নেই। কালই ইংল্যান্ডে ফিরে যাব। যদি মনে করেন এতে সমস্যার সমাধান হবে, ঠিক আছে, নিয়ে আসুন আপনার দুই “বন্ধুকে”। যদি আমার সরে যাওয়া লাগে আমি রাজি। কিন্তু নতুন কোচ এলেও একই সমস্যা হবে।’

বাংলাদেশ দলের আজ অনেকে সেরা পারফরম্যান্স দিতে পারেননি। এ নিয়ে তিনি সাংবাদিকদের ইঙ্গিত করে বলেন, ‘আমি জানি কেন এক-দুইজন খেলোয়াড় আজকে নিজেদের সেরাটা দিতে পারেনি। আর এখানে বসে থাকা কয়েকজন সাংবাদিকও সেটা জানেন।’

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ফিটনেস জন্য বাদ, সেই ধাক্কার গল্প শোনালেন রাধিকা Dec 20, 2025
img
ওসমান হাদি হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে : সালাহউদ্দিন আহমদ Dec 20, 2025
img
জানাজার পর মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের Dec 20, 2025
img
যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার Dec 20, 2025
img
৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, সামরিক মর্যাদায় দাফনের সিদ্ধান্ত Dec 20, 2025
img
শেষ হলো নতুন স্পাইডার ম্যান’র শুটিং, মুক্তি কবে? Dec 20, 2025
img
হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা Dec 20, 2025
img
ঢাবিতে ভিড় না করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ Dec 20, 2025
img
জোশুয়ার বিপক্ষে বক্সিং-এ ‘চোয়াল ভেঙে’ হাসপাতালে জেক পল Dec 20, 2025
img
হাদি হত্যার সঙ্গে ভোট পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে : সালাহউদ্দিন আহমদ Dec 20, 2025
img
ওসমান হাদির জানাজা: উপস্থিত প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা Dec 20, 2025
img
এক ছাদের নীচে দুই জগৎ, সোনাক্ষী ও জহিরের বাড়িতে চমক Dec 20, 2025
img
শরিফ ওসমান হাদির ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব Dec 20, 2025
img
ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারীর ইমামতিতে ওসমান হাদির গায়েবানা জানাজা Dec 20, 2025
img
কাজের প্রতি আবেগই নিয়ে আসে সফলতা: আলিয়া ভাট Dec 20, 2025
img
হাদির কবরস্থান একনজর দেখতে উৎসুক জনতার ভিড় Dec 20, 2025
img
সংসদ প্লাজায় পৌঁছেছে ওসমান হাদির লাশ, কিছুক্ষন পর জানাজা Dec 20, 2025
img
ফের বিয়ের পিঁড়িতে হিন্দি ছোটপর্দার শালিন ভানোট? Dec 20, 2025
img
সামরিক সক্ষমতা বাড়াতে শত শত কামিকাজি ড্রোন কিনছে ভারত Dec 20, 2025
img
সতীর্থদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সালাহ Dec 20, 2025