বিএনপিকে ক্ষমতায় আনতে শ্রমিকদের লৌহকঠিন ঐক্য গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভাগ্যবদলের জন্য সোনার বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শ্রমিকশ্রেণির ওপর অনেক বেশি। শ্রমিকরা যাদের পক্ষে থাকবে, বিজয় তাদেরই হবে।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার ও ভাগ্যবদলের কথা চিন্তা করেই কাজ করতেন। বর্তমানে বাংলাদেশের শ্রমিকশ্রেণির ভাগ্যবদলের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছেন। এর সফল বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। এজন্য শ্রমিকদের ‘লৌহকঠিন ঐক্য’ গড়ে তুলতে হবে। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা শ্রমিকদলের উদ্যোগে শহরের মুনসী মেহেরউল্লা ময়দানে (টাউন হল মাঠ) অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শমিুল বিশ্বাস।

তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে শ্রমিকশ্রেণি। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তারাই সবচেয়ে বেশি বঞ্চিত ছিল। দেশের প্রায় দুই কোটি মানুষ আজ বিদেশে অবস্থান করছে। দেশীয় এবং প্রবাসী উভয় শ্রমিকই দেশের অর্থনৈতিক ভিত ধরে রেখেছে।

তিনি বলেন, বিএনপি বিপ্লবের রাজনীতিতে বিশ্বাসী না হলেও, দেশের উন্নয়নের রাজনীতি করে। এজন্য আধুনিক বাংলাদেশ গঠনের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করা হয়েছে।

এদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিকদের রক্ত ঝরেছে। তাদের রক্ত বৃথা যাবে না জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের টাকা চুরি করে যারা সিঙ্গাপুরে টাকার পাহাড় গড়ছেন, সেই সুবিধা বন্ধ করতে যে নেতা দায়িত্ব নেবে, তাকেই রাজনীতিতে টিকে থাকতে হবে।

স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিমুল বিশ্বাস বলেন, এদেশের মানুষ আজ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। সুস্বাস্থ্য নিশ্চিত করা না গেলে দেশ কীভাবে টিকে থাকবে? তাই এই খাতে বিএনপি বিশেষ নজর দিয়েছে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর।

সমাবেশে জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান বক্তা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়কালে আপনারা বৈষম্যের শিকার হয়েছিলেন। নিশ্চয়ই আর সেই বৈষম্যের শিকার হতে কেউ চান না। বিএনপি আগামীদিনে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়। যে বাংলাদেশে রাজনৈতিক ভিন্নতার কারণে কাউকে আর হেয় প্রতিপন্ন হতে হবে না।’

অমিত বলেন, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন মুক্তভাবে বেঁচে থাকার স্বাধীনতা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, শ্রমিকদলের কেন্দ্রীয় সহসভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গানম্যান ও লাইসেন্স পাচ্ছেন ওসমান হাদির বোন Dec 23, 2025
পডকাস্টে এবার কি বললেন অভিনেত্রী Dec 23, 2025
ভিডিও ভাইরাল, সেলিব্রিটি নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক Dec 23, 2025
সার্কাসের ঝলমলে মঞ্চে কিয়ারার নতুন লুক, দর্শকরা মুগ্ধ Dec 23, 2025
প্রযোজনা প্রতিষ্ঠান খোলার পথে তাসনিয়া ফারিণ Dec 23, 2025
বাবাকে নয়, মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান খান Dec 23, 2025
থামতে জানেন না শাকিব খান, বললেন নিজেই Dec 23, 2025
img
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ বিক্ষোভ Dec 23, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে: সালাহউদ্দিন আহমদ Dec 23, 2025
বিশ্বকাপ জিততে না পারলে জুলাইতে আমাকে ধরবেন নেইমার Dec 23, 2025
হোয়াইট হাউজের নির্দেশনা মেনেই তৈরি হয় “ ফিফা শান্তি পুরস্কার” Dec 23, 2025
জার্মান বুন্দেসলিগায় রেকর্ড ভেঙ্গেই চলছেন হ্যারি কেইন Dec 23, 2025
নোয়াখালীতে খেলায় লক্ষ্মীপুরবাসী অনেক খুশি: হাসান মাহমুদ Dec 23, 2025
img
উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে Dec 23, 2025
img

টিএফআই সেলে গুম-নির্যাতন

শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু Dec 23, 2025
বিকাশ লিমিট পার! তাসনিম জারার নির্বাচনী ফান্ডে অনুদানের ব/ন্যা Dec 23, 2025
চোখের পাওয়ার বৃদ্ধি করার আমল | ইসলামিক টিপস Dec 23, 2025
জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের বিশেষ দূত ঘোষণা ট্রাম্পের ক্ষোভে ফুঁসছে ডেনমার্ক Dec 23, 2025
ইউক্রেন যুদ্ধ বন্ধে বাধা দিচ্ছে ডিপ স্টেট মন্তব্য তুলশি গ্যাবার্ডের| Dec 23, 2025
হাদির ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্যের অভিযোগ Dec 23, 2025