খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক-নার্সরা সার্বক্ষণিক বিএনপি প্রধানকে সেবা দিয়ে যাচ্ছেন। এ ছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

সূত্র জানায়, স্বাস্থ্য পরিস্থিতির খুব বেশি উন্নতি না হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। হাসপাতালের চিকিৎসক সূত্র জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকা খালেদা জিয়া ডাক শুনে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। আগের তিন দিনের চেয়ে এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তাঁর চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকে আমি শুনেছি যে, উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এ রকমও আমরা খবর পাইনি।

তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, ‘আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন। তিনি আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন-এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।

এদিকে খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। তিনি প্রতি মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন বলে জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে।’

এর আগে চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েএসেছিলেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছেন তারেক রহমান জানিয়ে রিজভী বলেন, ‘লন্ডন ক্লিনিকের ডাক্তার যাঁরা রয়েছেন, ইংল্যান্ডের সেই হাসপাতালে ম্যাডাম চিকিৎসা নিয়েছেন, তাঁদের সঙ্গে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন।’

দোয়া-প্রার্থনা অব্যাহত : খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া-প্রার্থনা অব্যাহত রয়েছে। গতকাল বাদ জোহর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কেন্দ্রীয় মসজিদে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নিজস্ব কার্যালয়ে দোয়ার আয়োজন করে। সেগুনবাগিচা বাইতুল আকসা জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। বাদ জোহর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের উদ্যোগে মিটফোর্ড হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।

বাদ আসর ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বাদ মাগরিব রাজধানীর অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ অনেকেই অংশ নেন। এ ছাড়া বিকেল ৫টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা সভা করে। প্রার্থনা সভায় গণতন্ত্রে উত্তরণের এই সন্ধিক্ষণে খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করা হয়।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রিয়ঙ্কার জন্যই রাজামৌলীর ‘বারাণসী’ ছবির বাজেট বেড়ে ১৩০০ কোটি! Dec 22, 2025
img
পটুয়াখালীতে জামায়াতের এক নেতা বহিষ্কার Dec 22, 2025
img
ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা Dec 22, 2025
img
জকসুতে শিবির প্যানেলের ভিপি-জিএসসহ ৪ প্রার্থীর ছবি বিকৃতি Dec 22, 2025
img

কৌশিক গাঙ্গুলী

টক্সিক মানুষের পেছনে সময় নষ্ট করা বোকামি Dec 22, 2025
img
নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু Dec 22, 2025
img
'ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে' Dec 22, 2025
img
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা Dec 22, 2025
img
ক্লাব কিনে ফুটবলে ফিরছেন দানি আলভেস! Dec 22, 2025
img
অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে শাহরুখ-দীপিকার 'ভ্যানিটি ভ্যান' Dec 22, 2025
img
ভালোবাসায় সংযম ও শ্রদ্ধার গুরুত্ব স্বস্তিকার মন্তব্য Dec 22, 2025
img
কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি বিজেপির শুভেন্দুর Dec 22, 2025
img
এই বাংলাদেশকে আমি চিনতে চাই না : মিঠুন চক্রবর্তী Dec 22, 2025
img
নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 22, 2025
img
'এই আতঙ্ক কখনোই কাম্য নয়', বাংলাদেশ প্রসঙ্গে দেব Dec 22, 2025
img
বিশ্বকাপ জয়ের বিষয়ে নেইমারের চাঞ্চল্যকর মন্তব্য Dec 22, 2025
img
নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী Dec 22, 2025
img
বিয়ে করলেন দেশের জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর 'স্যাম জোন' Dec 22, 2025
img
সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন সাদিক কায়েম Dec 22, 2025
শোকের সময় সাহাবীরা যা করতেন Dec 22, 2025