রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করে দিচ্ছে পাকিস্তান

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সকে (পিআইএ) বেসরকারি খাতে বিক্রি করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার জানিয়েছেন, পিআইএর নিলাম ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং নিলাম অনুষ্ঠান সরাসরি গণমাধ্যমে সম্প্রচার করা হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৭ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন লোকসানি প্রতিষ্ঠান সংস্কার ও তহবিল সংগ্রহের লক্ষ্যে সরকার পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছে। এটি হবে প্রায় দুই দশকের মধ্যে দেশটির প্রথম বড় বেসরকারীকরণ।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী জাতীয় পতাকাবাহী সংস্থাটির বেসরকারীকরণ প্রক্রিয়ায় অংশ নেওয়া বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘পিআইএর দরপত্র আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে এবং তা সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।’

তিনি বলেন, পিআইএর ‘হারানো গৌরব’ ফেরাতে এবং আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে।

তিনি জানান, বিশ্বব্যাপী পিআইএর ফ্লাইট পুনরায় চালু হলে বিদেশে বসবাসকারী পাকিস্তানিদের জন্য বড় সুবিধা হবে এবং পর্যটন খাতের উন্নয়নে আধুনিকায়ন ‘অত্যন্ত জরুরি’।

গত সেপ্টেম্বর সংসদীয় কমিটিকে জানানো হয়েছিল, নভেম্বরের মধ্যেই পিআইএ বেসরকারীকরণ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ ২০ নভেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রক্রিয়া দ্রুততর ও সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শেষ করার নির্দেশ দেন। তবে তা বাস্তবায়িত হয়নি। এরপর গত সপ্তাহে জাতীয় পরিষদের বেসরকারীকরণবিষয়ক স্থায়ী কমিটি স্পষ্ট সময়সূচি চেয়ে প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

একসময় বিশ্বসেরা এয়ারলাইনের তালিকায় থাকা পিআইএ চার বছরের ইউরোপীয় ইউনিয়নের ফ্লাইট নিষেধাজ্ঞা শেষে চলতি বছরের জানুয়ারিতে ইউরোপে ফ্লাইট পুনরায় চালু করে, যা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সঙ্গে যুক্ত ছিল।

এর আগে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটির ৩৬ মিলিয়ন ডলারের দর ৩০৫ মিলিয়ন ডলারের নির্ধারিত ন্যূনতম মূল্যের অনেক নিচে থাকায় পিআইএ বিক্রির একটি উদ্যোগ ব্যর্থ হয়। সেই সময় বড় দেনা, অতিরিক্ত জনবল ও সীমিত নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ ছিল।

সূত্র : ডন

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় ইআরএফ-র‌্যাকের নিন্দা Dec 20, 2025
img
হাদির মৃত্যুতে ফেসবুকে বিতর্কিত পোস্ট, আ.লীগ কর্মী আটক Dec 20, 2025
img
নারীরা প্রতিদিন ডিম খেলে কী হতে পারে? Dec 20, 2025
হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ Dec 20, 2025
মেসির বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক মুহূর্তের তিন বছর Dec 20, 2025
ম্যানসিটি ছাড়ার গুঞ্জনে পেপ গার্দিওলা দিলেন স্পষ্ট ব্যাখ্যা Dec 20, 2025
img
হাদি হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ Dec 20, 2025
img
সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা Dec 20, 2025
img
চাকরি ছাড়ছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী! Dec 20, 2025
img
দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা-মা হলেন ভারতী-হর্ষ Dec 20, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক Dec 20, 2025
img
নীলফামারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Dec 20, 2025
img
ধোনিকে ছাড়িয়ে নতুন ইতিহাস, প্রথম ট্রফি জেতালেন ইশান Dec 20, 2025
img
জাতীয় পার্টির চেয়ারম্যানের চট্টগ্রামের বাড়িতে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে : গভর্নর Dec 20, 2025
img
ভারত ম্যাচে দেরি, বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা Dec 20, 2025
img
বিটিভির মহাপরিচালকের বাসভবনে অগ্নিসংযোগ Dec 20, 2025
img
বড় অঙ্কের প্রস্তাব পেয়েও ম্যান ইউনাইটেড ছাড়েননি ব্রুনো Dec 20, 2025
img
ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ সূচি প্রকাশ Dec 20, 2025
img
‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’-জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ Dec 20, 2025