নরসিংদীতে নির্বাচনী সভায় হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, নরসিংদী-২ (পলাশ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী জনসভায় সশস্ত্র সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

৩ ডিসেম্বর (বুধবার) বিকেলে মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ জনসভায় বিএনপি নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত প্রায় ৫০/৬০ জন সন্ত্রাসী সভায় উপস্থিত নেতাকর্মীদের ওপর নির্বিচারে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। 

এই বর্বরোচিত হামলায় জামায়াতের মনোনীত প্রার্থী জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জামায়াতের তিনজন কর্মী এখনো নিখোঁজ রয়েছেন, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নামে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাস করে। নির্বাচনী মাঠে সন্ত্রাসী হামলা পরিচালনা করে একটি পক্ষ গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে-এটি দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, আমি আহত সকল নেতাকর্মীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁদের পরিবারবর্গের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। একই সঙ্গে দেশের সর্বস্তরের জামায়াত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি-ধৈর্য, শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নিখোঁজ তিন কর্মীকে দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনী পরিবেশ সুরক্ষায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নকারী শক্তিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

আজ দুপুরে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে আহদের দেখতে যান। তার সঙ্গে ছিলেন– নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সেক্রেটারি আবদুস সাত্তার সুমন এবং মাধবদি উপজেলা জামায়াতের আমির মো. আবদুল আজিজ।

এ সময় অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য দায়িত্বরত চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডিসেম্বরের প্রথম ২০ দিনে এলো ২১৭ কোটি ডলার Dec 21, 2025
img
রিশাদের মিতব্যয়ী বোলিংয়ে জিতল হোবার্ট Dec 21, 2025
img
আমাদের সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান Dec 21, 2025
img

সিরাজ আলী খান

প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও সম্মানিত না হওয়া পর্যন্ত আমি বাংলাদেশে আর ফিরব না Dec 21, 2025
img
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার Dec 21, 2025
img

ওসমান হাদি হত্যা

আসামি পালাতে সহযোগিতার অভিযোগে পুনরায় রিমান্ডে সিবিউন-সঞ্জয় Dec 21, 2025
img
নিলামের মাধ্যমে আরও ৬ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক Dec 21, 2025
img
রংপুরে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জিএম কাদের Dec 21, 2025
img
প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ নারী ভলিবল দল Dec 21, 2025
img
রায় ঘোষণার পর নতুন বার্তা দিলেন ইমরান খান Dec 21, 2025
img
ছায়ানটে হামলায় কোয়েল ও চিরঞ্জিৎ এর প্রতিক্রিয়া! Dec 21, 2025
img
সোহেলের জন্মদিনে নজর কাড়লেন সালমান Dec 21, 2025
img
বিয়ের আট বছর পর বিচ্ছেদের কথায় মুখ খুললেন বিন্দু Dec 21, 2025
img

নাহিদ রানা

জাতীয় দলে ভালো করলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই সুযোগ আসবে Dec 21, 2025
img
মুক্তির প্রথম সপ্তাহেই বাজিমাত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ Dec 21, 2025
img
হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে, এমন তথ্য নেই : পুলিশ Dec 21, 2025
img

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

সারাদেশে ৮দিনে গ্রেপ্তার ৬৫১৮ Dec 21, 2025
img
দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতী Dec 21, 2025
img
এখন থেকে যৌথবাহিনীর অভিযান চলবে: ইসি সানাউল্লাহ Dec 21, 2025
img
হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরত আনতে রিট Dec 21, 2025