যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না: পুতিন

রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই ভারত সফরে এসে পাল্টা প্রশ্ন তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার প্রশ্ন, যখন ওয়াশিংটন নিজেই রাশিয়া থেকে জ্বালানি কিনছে, তখন ভারত কেন পারবে না? দু’দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উষ্ণ আলিঙ্গনে অভ্যর্থনা পাওয়ার পর ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টুডে–কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সফরের মূল লক্ষ্য দুই দেশের বাণিজ্য বাড়ানো এবং লেনদেনে পণ্যের পরিধি আরও বিস্তৃত করা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, চার বছর পর নয়াদিল্লিতে পুতিনের এ সফরের উদ্দেশ্য হলো রাশিয়ার তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যুদ্ধবিমান বিক্রি বাড়ানো এবং জ্বালানি ও প্রতিরক্ষা খাতের বাইরে ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করা। এর মাঝেই রয়েছে ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক কমাতে যুক্তরাষ্ট্রের চাপ।

সোভিয়েত যুগ থেকে ভারত ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর দীর্ঘদিন ধরে রাশিয়াই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও সাগরপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে উঠে এসেছে ভারত। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আর রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার ফলে ভারতীয় অপরিশোধিত তেল আমদানি এই মাসে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে আসার পথে রয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনও আমাদের কাছ থেকে নিজেদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি কেনে। সেটাও তো জ্বালানি। তাহলে যুক্তরাষ্ট্র যখন পারে, ভারত কেন পারবে না? বিষয়টি পরিষ্কার ব্যাখ্যা দরকার এবং আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও আলোচনা করতে প্রস্তুত।’

ভারতও দাবি করেছে, ভারতের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক অযৌক্তিক এবং অস্বাভাবিক। কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রুশ জ্বালানি ও নানা পণ্য বিলিয়ন ডলারে আমদানি করছে।

পশ্চিমা চাপের কারণে ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমাচ্ছে— এমন প্রশ্নে পুতিন বলেন, ‘এ বছর প্রথম ৯ মাসে বাণিজ্য কিছুটা কমেছে। তবে এটি খুবই সামান্য বিষয়। মোট বাণিজ্য আগের মতোই রয়েছে। ভারতে রাশিয়ার অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছে।’

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে পুতিন জানান, ট্রাম্পের উপদেষ্টারা বিশ্বাস করেন এসব শুল্ক নীতিই আমেরিকার জন্য লাভজনক। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মভঙ্গের সব অভিযোগ শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরে মোদি নিজে গিয়ে পুতিনকে স্বাগত জানান। লাল গালিচায় আলিঙ্গনের পর দুই নেতা একই গাড়িতে করে প্রধানমন্ত্রী মোদির দেয়া নৈশভোজে যান।

পুতিনের সঙ্গে ভারতে এসেছেন রাশিয়ার জ্যেষ্ঠ মন্ত্রী ও বড় ব্যবসায়ী প্রতিনিধি দল। শুক্রবার মোদি-পুতিন বৈঠকে নানা চুক্তি ঘোষণা করা হতে পারে। মোদি এক্সে লিখেছেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-রাশিয়া বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।’

রাশিয়া ও ভারত দুই দেশের বাণিজ্য ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। ২০২১ সালের প্রায় ১৩ বিলিয়ন ডলার থেকে ২০২৪-২৫ সালে তা বেড়ে প্রায় ৬৯ বিলিয়ন ডলারে পৌঁছায়, যার বড় অংশই ভারতের জ্বালানি আমদানি। তবে ২০২৫ সালের এপ্রিল-আগস্টে দুই দেশের বাণিজ্য কমে ২৮.২৫ বিলিয়ন ডলারে নেমে আসে। মূলত অপরিশোধিত তেল আমদানি কমে যাওয়ায় বাণিজ্যের পরিমাণও কমে যায়।

ইএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আইনজীবী আলিফ হত্যায় সাদা টি-শার্ট পরে অংশ নেওয়া সুকান্ত গ্রেপ্তার Dec 20, 2025
img
ইলিয়াসের ফেসবুক বন্ধ করল মেটা Dec 20, 2025
img
হাদির লড়াই ছিল গড়ার, পুড়িয়ে ফেলার নয় : তাসনিম জারা Dec 20, 2025
img
হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত Dec 19, 2025
img
হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু Dec 19, 2025
img
সকালে ফোন দেখেন না কারিনা! প্রথম চুমুক দেন কোন পানীয়তে? Dec 19, 2025
img
ভারতীয় পণ্য বয়কটের ডাক ছাত্র-জনতার Dec 19, 2025
img
‘আমিও একটা মানুষ’, বাবার মৃত্যুশোকে কাহিল ঈশা! Dec 19, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে ফ্রান্স দূতাবাসের বিবৃতি Dec 19, 2025
img
ভালো-মন্দের বোধ রাখা জরুরি, নাম হলেই সব ভুলে যায় মানুষ: রঞ্জিত মল্লিক Dec 19, 2025
img
নির্বাচনে জিতলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত : ডা. শফিকুর রহমান Dec 19, 2025
img
চলছে ‘রাক্ষস’-এর শুট, বাংলাদেশে টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়! Dec 19, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল শ্রীলঙ্কা Dec 19, 2025
img
আবারও ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান Dec 19, 2025
img
ওসমান হাদির হত্যাকাণ্ড গোটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে : সালাহউদ্দিন Dec 19, 2025
img
আরিয়ানের সিরিজ়ে গালিগালাজ নিয়ে সরাসরি আপত্তি জানালেন মনোজ পাহওয়া Dec 19, 2025
img
৫১৫ রানের অবিশ্বাস্য ম্যাচে ইতিহাস গড়ে জিতল ব্রিসবেন Dec 19, 2025
img
ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৫ লাখ ১৪ হাজার Dec 19, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণহানি ২ Dec 19, 2025
img

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত Dec 19, 2025