ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দলটির একাংশের নেতা-কর্মীরা।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব এবং বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সালামকে দেওয়া মনোনয়ন বাতিল করে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে হরিপুর উপজেলার চৌরঙ্গীবাজার চৌরাস্তায় শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দল ঘোষিত প্রার্থী ডা. আব্দুস সালাম অতীতে সক্রিয় ছিলেন না। তাদের ভাষায়, মাঠের রাজনীতি, আন্দোলন-সংগ্রাম থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সিদ্ধান্ত। তারা আশঙ্কা করেন, প্রার্থী পরিবর্তন না হলে বিএনপি এ আসনে সাংগঠনিক ও নির্বাচনীভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

বক্তারা আরও বলেন, জেড মর্তুজা চৌধুরী তুলা ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির পরিচিত মুখ। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতন-গ্রেপ্তার-হয়রানির মধ্যেও তিনি দলের পাশে ছিলেন এবং এলাকার নেতা-কর্মীদের আস্থার জায়গায় ছিলেন বহু বছর। তাদের দাবি, যে মানুষ দুঃসময়ে দলের ভরসা ছিল তাকে বাদ দিলে তৃণমূল ভেঙে পড়বে।

কর্মসূচিতে আরও অভিযোগ ওঠে, স্থানীয় পরিমণ্ডলে তুলার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বহুদিনের। অথচ তাকে বাদ দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাকে অনেক নেতাই চেনেন না। বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানান এবং তুলাকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচি হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন আলম, যুবদলের সিনিয়র সহসভাপতি আল আসকার সুজন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার লাবীব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মোকেসদ আলী, বেলাল, কাসেমসহ আরও অনেকে।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থী হিসেবে চিকিৎসক নেতা ডা. আব্দুস সালামের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
আফসানা মিমির অভিনয় থেকে নির্মাতা হওয়ার যাত্রা Dec 20, 2025
img
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম অবস্থানে ঢাকা Dec 20, 2025
img
একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে Dec 20, 2025
img
ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’ Dec 20, 2025
img
হাদির জানাজা ঘিরে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পুলিশের কঠোর নিরাপত্তা Dec 20, 2025
img
গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরির খোঁজে ম্যানসিটি Dec 20, 2025
img
মাধুরীর 'তেজাব' সিনামা মুক্তির সময় ঘটে যাওয়া একটি ভীতিকর ঘটনা! Dec 20, 2025
img
ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড ‘শাহীন চেয়ারম্যান’ Dec 20, 2025
img
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বাড়ানোর তাগিদ গণশিক্ষা উপদেষ্টার Dec 20, 2025
img
বিদেশে গানের শুটিংয়ের কারণ জানালেন ঐন্দ্রিলা Dec 20, 2025
সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের Dec 20, 2025
আপত্তিকর অঙ্গভঙ্গির জেরে কেড়ে নেওয়া হলো ফিনিশ সুন্দরীর মুকুট Dec 20, 2025
img

মার্কিন গোয়েন্দা তথ্য

পুরো ইউক্রেন ও ইউরোপের কিছু অঞ্চল দখল করার পরিকল্পনা পুতিনের Dec 20, 2025
img
হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী 'ক্রিসমাস ডিনারে' অভিনেত্রী মল্লিকা Dec 20, 2025
img
হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে থাকবে ৮৭০ আনসার Dec 20, 2025
img
তাপমাত্রা বাড়লেও তেঁতুলিয়ায় কমেনি শীতের দাপট Dec 20, 2025
img
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক Dec 20, 2025
img
জেনে নিন স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Dec 20, 2025
img
ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে Dec 20, 2025
img
দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন : জামায়াত আমির Dec 20, 2025