ঠাকুরগাঁও-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন) আসনে বিএনপির প্রার্থী নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দলটির একাংশের নেতা-কর্মীরা।ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব এবং বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সালামকে দেওয়া মনোনয়ন বাতিল করে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে হরিপুর উপজেলার চৌরঙ্গীবাজার চৌরাস্তায় শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ ও মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দল ঘোষিত প্রার্থী ডা. আব্দুস সালাম অতীতে সক্রিয় ছিলেন না। তাদের ভাষায়, মাঠের রাজনীতি, আন্দোলন-সংগ্রাম থেকে দূরে থাকা একজনকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সিদ্ধান্ত। তারা আশঙ্কা করেন, প্রার্থী পরিবর্তন না হলে বিএনপি এ আসনে সাংগঠনিক ও নির্বাচনীভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

বক্তারা আরও বলেন, জেড মর্তুজা চৌধুরী তুলা ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির পরিচিত মুখ। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় নির্যাতন-গ্রেপ্তার-হয়রানির মধ্যেও তিনি দলের পাশে ছিলেন এবং এলাকার নেতা-কর্মীদের আস্থার জায়গায় ছিলেন বহু বছর। তাদের দাবি, যে মানুষ দুঃসময়ে দলের ভরসা ছিল তাকে বাদ দিলে তৃণমূল ভেঙে পড়বে।

কর্মসূচিতে আরও অভিযোগ ওঠে, স্থানীয় পরিমণ্ডলে তুলার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বহুদিনের। অথচ তাকে বাদ দিয়ে এমন একজনকে প্রার্থী করা হয়েছে যাকে অনেক নেতাই চেনেন না। বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানান এবং তুলাকে মনোনয়ন না দিলে লাগাতার কর্মসূচি হুঁশিয়ারি দেন।

এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি আবু সালেহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুন আলম, যুবদলের সিনিয়র সহসভাপতি আল আসকার সুজন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবরার লাবীব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক মোকেসদ আলী, বেলাল, কাসেমসহ আরও অনেকে।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থী হিসেবে চিকিৎসক নেতা ডা. আব্দুস সালামের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন স্বর্ণ ও রুপার আজকের বাজারদর Dec 20, 2025
img
ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে Dec 20, 2025
img
দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন : জামায়াত আমির Dec 20, 2025
img
ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’ ঘিরে আবেগে ভাসছে নেটদুনিয়া Dec 20, 2025
img
মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীতিক Dec 20, 2025
img
কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে নিরাপত্তা জোরদার Dec 20, 2025
img
লক্ষ্মীপুরে নির্বাচনি বিধি লঙ্ঘন, ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ Dec 20, 2025
img
‘সকালে মাঠে গিয়ে দেখি সব শেষ’ Dec 20, 2025
img
ভারতকে হারানোর ম্যাচেও জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে Dec 20, 2025
img
সিরিয়ায় বড় পরিসরে হামলা চালালো যুক্তরাষ্ট্র Dec 20, 2025
টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই মাস আগে শ্রীলঙ্কার অধিনায়ক পরিবর্তন Dec 20, 2025
img
‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান Dec 20, 2025
img
বিপিএল আয়োজন নিয়ে উদ্বেগের জবাব দিল বিসিবি Dec 20, 2025
img

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ

এক মাসে সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য Dec 20, 2025
img
অখণ্ড সিরিজের ইতি, বাতিল তৃতীয় কিস্তি Dec 20, 2025
img
লন্ডন থেকে দেশে ফিরেই ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির Dec 20, 2025
img
ওসমান হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াত আমির Dec 20, 2025
img
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ ছায়ানটের Dec 20, 2025
img
দেশের স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক : সেলিমুজ্জামান Dec 20, 2025
img

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯-এর বিবৃতি

কার্যকর পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে Dec 20, 2025