অনামিকা চক্রবর্তীর কথায় যেন ফুটে উঠল আজকের সম্পর্কের জটিলতা, ভরসার প্রয়োজন আর মানুষের গভীর নিঃসঙ্গতার সত্য। আলো ঝলমলে বিনোদন জগতেও যে আবেগ-অনুভূতি একইভাবে তাড়া করে, তার প্রমাণ মিলল তাঁর এই খোলামেলা স্বীকারোক্তিতে।
তিনি বললেন, মানুষ যতই শক্ত হোক, নিজেকে যতই সামলানোর ভান করুক, শেষ পর্যন্ত নির্ভরতা মানবজীবনেরই অংশ। বন্ধুর ওপর হোক, প্রেমিকের ওপর হোকবা পরিবারের ওপর-কোনও না কোনও মানুষের কাঁধেই ভর দিতে হয়। কারণ মানুষ একা জন্মায়, কিন্তু একা বাঁচতে পারে না।
অনামিকার কথায় বারবার ফিরে এসেছে সত্যিকারের সম্পর্ক আর মিথ্যা ভ্রমের গল্প। আলো, ক্যামেরা, জনপ্রিয়তা-এসবের আড়ালে ভেসে ওঠা অস্থায়ী সম্পর্কগুলি সময়ের সঙ্গে ঝরে যায়। কিন্তু যে মানুষ সত্যিকার অর্থে পাশে থাকে, যে সম্পর্ক কোনও স্বার্থ ছাড়াই দাঁড়িয়ে থাকে পরিস্থিতির সামনে, দিনের শেষে টিকে থাকে সেই আন্তরিকতাই।
তিনি যেন মনে করিয়ে দিলেন, জীবনে যাই আসুক, যত আঘাতই হোক, বিশ্বাস করার, ভরসা করার, নির্ভর করার মানুষের প্রয়োজন কখনও ফুরোয় না। সম্পর্কের সেই সত্যিকারের জায়গাটাই আজও তাঁকে টেনে রাখে বাস্তবতার মাটিতে।
পিএ/টিএ