জাতীয় নির্বাচনের আগে বিচার বিভাগীয় কর্মকর্তারা যাতে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্ব পালন করেন, সে বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিচার বিভাগের প্রধান যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। জানা গেছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির জন্য বিচার বিভাগের কাছে ৩০০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়েছে ইসি।
গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন সিইসি।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার আগমুহূর্তে গতকাল দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। পৌনে এক ঘণ্টা সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান সিইসির কাছে। প্রথমে কোনো কথা বলবেন না বললেও সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করলে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘উনি (প্রধান বিচারপতি)আর তো থাকছেন না, এই মাসে উনি চলে (অবসরে) যাবেন।
এবি/টিকে