বছর পাঁচেক আগে কোভিড আবহে এক শীতের সন্ধেয় গৌরব-দেবলীনার চার হাত এক হয়েছিল। সেলেবদের ‘ঘুণ ধরা’ সম্পর্কের আবহে দেখতে দেখতে তাঁদের দাম্পত্যযাপন এবার পাঁচ বছরে পা দিল। আর বিয়ের পঞ্চম জন্মদিনে স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের উদ্দেশে অভিনেত্রী যা লিখলেন, সেটাই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।
৯ ডিসেম্বর বিবাহবার্ষিকী উপলক্ষে গৌরবের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন দেবলীনা। তবে লেন্সবন্দি রোম্যান্টিক মুহূর্তের থেকেও অনুরাগীদের নজর কাড়ল পোস্টের ক্যাপশন।
দেবলীনা লিখেছেন, “উফফ! বিয়ের একমাস বাদে সাবস্ক্রিপশনটা বাতিল করতে ভুলে গিয়েছিলাম। আর সেইজন্যই বোধহয় পাঁচ-পাঁচটা বছর নিমেষের মধ্যে কেটে গেল!” আর এহেন ক্যাপশনেই অনুরাগীরা কৌতূহলী, সব ঠিক আছে তো? কারণ সেলেবপাড়া থেকে মাঝেমধ্যেই তারকাদম্পতিদের বদলে যাওয়া দাম্পত্য সমীকরণের গুঞ্জন শোনা যায়!
যদিও এবারের বিবাহবার্ষিকীতে দেবলীনা কুমারের মনখারাপের নেপথ্যে রয়েছে অন্য কারণ। সম্প্রতি অভিনেত্রীর আত্মীয়বিয়োগ ঘটেছে। আর সেকারণেই বিবাহবার্ষিকী উপলক্ষে সেরকম কোনও পরিকল্পনা করেননি তারা।
সংবাদমাধ্যমের কাছে দেবলীনা জানিয়েছেন, বুধবার তাঁর কাকার শ্রাদ্ধানুষ্ঠান। দিন কয়েক ধরেই নিরামিষ খাচ্ছেন বাড়িতে। ইচ্ছে ছিল, বিয়ের পাঁচ বছরের জন্মদিনটা ধুমধাম করে পালন করবেন। কিন্তু এমন আবহে বাড়ির কারও মন ভালো নেই। অগত্যা সিনেমা দেখেই নিজেদের মতো করে বিশেষ দিন উদযাপন করছেন গৌরব-দেবলীনা।
কারণ ব্যস্ত শিডিউলের মাঝে একে-অপরকে কাছাকাছি পাওয়াও এখন তারকাদম্পতিদের কাছে ‘অমাবস্যার চাঁদের’ মতো। দেবলীনার সঙ্গে সময় কাটানোর জন্য তাই মঙ্গলবার কাজ থেকে বিরতি নিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়।
এমআর