বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এবারের নির্বাচন আগের মতো নয়। এবারের নির্বাচন একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি দেশে রাজনীতিবিদদেরও গুণগত পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
এসময় এ্যানি বলেন, গত ১৭ বছরে সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা নির্যাতন-অত্যাচারের শিকার হয়েছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াও সেই নিপীড়নের শিকার।
তার প্রত্যাশা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে দল ও দেশকে নেতৃত্ব দেবেন।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, খালেদা জিয়া বেঁচে থাকা মানেই বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী থাকা। তিনি আমাদের অনুপ্রেরণা, মনোবল ও সাহস।
নারীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্মের নারীরা বিভিন্ন খাতে নেতৃত্ব দিচ্ছেন। ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার আরও সুদৃঢ় করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান স্মরণ করে এ্যানি বলেন, তিনি যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন- এসব কীর্তির কারণেই আজও মানুষের হৃদয়ে জিয়াউর রহমান অম্লান। একইভাবে খালেদা জিয়াকেও মানুষ স্মরণ করছে, তার সুস্থতার জন্য দোয়া করছে।
উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা অ্যাড. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।
কেএন/টিকে