২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে আত্মবিশ্বাসী সান্তোস

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস। ক্লাবটির সভাপতি মার্সেলো তেইশেইরা নিশ্চিত করেছেন, নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো এখন সান্তোসের অন্যতম শীর্ষ অগ্রাধিকার এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা চলছে।

সম্প্রতি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন নেইমার। তবে সান্তোস বোর্ড মনে করে, ক্লাবের সঙ্গে তার পথচলা আরও দীর্ঘ হতে পারে। শৈশবের ক্লাবে ফিরে এসে এই মৌসুমের শুরুতে সান্তোসকে ব্রাজিলের সেরি ‘এ’ থেকে অবনমন সংকট থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখেন ৩৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

সৌদি আরবের আল-হিলালে সময় কাটানোর পর সান্তোসে ফিরে ইনজুরির সমস্যায় ভুগতে হয়েছে নেইমারকে। তবুও মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে হাঁটুর নতুন মেনিসকাস চোট নিয়েই মাঠে নামেন তিনি এবং ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে দলের নেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন। সেই জয়েই মূলত সান্তোসের প্রথম বিভাগে থাকার পথ নিশ্চিত হয়।



তবে ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে নেইমার বলেন, আপাতত তিনি নিশ্চিত নন সামনে কী হবে। কিছুটা বিশ্রাম নিয়ে, মানসিকভাবে দূরে গিয়ে তারপর সিদ্ধান্ত নিতে চান তিনি। তবে একই সঙ্গে এটিও স্পষ্ট করেন, তার অগ্রাধিকার বরাবরই সান্তোস।

২০২৫ মৌসুমে লিগে ২০ ম্যাচ খেলে ৮ গোল ও ১টি অ্যাসিস্ট করেন নেইমার। দীর্ঘ সময় পর ধারাবাহিকভাবে খেলতে পারার কারণে এই পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবেই দেখছে ক্লাব।

ক্লাব সভাপতি মার্সেলো তেইশেইরা জানিয়েছেন, নেইমারের সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে দুই পক্ষই উৎসাহী। তবে বিষয়টি আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে হচ্ছে।

তিনি বলেন, “নেইমারের চুক্তি নবায়ন এই মুহূর্তে আমাদের অগ্রাধিকারের শীর্ষে। আমাদের একটি নির্দিষ্ট বাজেট কাঠামো আছে, সেটার মধ্যেই আমরা সমাধান খুঁজছি। লক্ষ্য হচ্ছে ২০২৬ পর্যন্ত তার বর্তমান চুক্তিকে সামঞ্জস্যপূর্ণভাবে সম্প্রসারণ করা।”

সভাপতি আরও যোগ করেন, নেইমারের প্রতিনিধিত্বকারী সংস্থা, খেলোয়াড় নিজে এবং সান্তোস, সব পক্ষের মধ্যেই সদিচ্ছা রয়েছে, যা আলোচনার জন্য ইতিবাচক ভিত্তি তৈরি করেছে।

তিনি বলেন, “২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করেই নেইমারের ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ সাজানো। সেই লক্ষ্য পূরণে আমরা আত্মবিশ্বাসী।”

নেইমার এর আগে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ সালে চোটে ছিটকে পড়ার আগে ছিলেন দলের প্রধান ভরসা। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থামে ব্রাজিলের যাত্রা। আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত তার একমাত্র শিরোপা ২০১৩ কনফেডারেশনস কাপ।

২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি নেইমারের। বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, শুধুমাত্র পুরোপুরি ফিট খেলোয়াড়দেরই বিশ্বকাপে বিবেচনা করবেন। তবে নেইমারকে নিয়ে তিনি বলেন, যোগ্যতা প্রমাণ করতে পারলে তার জন্য দরজা খোলা রয়েছে।

এদিকে হাঁটুর সমস্যার কারণে নেইমারকে অল্প পরিসরের একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হতে পারে। এরপর দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে একজন বিশেষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

সব মিলিয়ে, চোট ও বয়সের সীমাবদ্ধতা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেইমার–সান্তোস সম্পর্ক আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনাই দেখছে ক্লাব কর্তৃপক্ষ।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়া নিয়ে শোয়েব আখতারের মন্তব্য Dec 16, 2025
img
ওয়াংখেড়েতে মেসিকে দাঁড় করিয়ে সংবর্ধনা, রোষের মুখে ২ অভিনেতা Dec 16, 2025
img
আজ বিকেলে গুলশানে উদ্বোধন হচ্ছে বিএনপির নির্বাচনি কার্যালয় Dec 16, 2025
img
প্রথম আইবুড়ো ভাত খেলেন মধুমিতা-দেবমাল্য! Dec 16, 2025
img
সিরাজগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার Dec 16, 2025
img
সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হলো জাতীয় স্মৃতিসৌধের ফটক Dec 16, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন Dec 16, 2025
img
ভারতে ঘন কুয়াশায় ১০ গাড়ির সংঘর্ষ, প্রাণ হারাল ৪ Dec 16, 2025
img
নির্বাচন ঘিরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা সতর্কতা Dec 16, 2025
img
সিডনির বন্ডাই বিচে হামলাকারীদের আইএসের সঙ্গে যোগ থাকতে পারে : অ্যান্থনি আলবানিজ Dec 16, 2025
img
নতুন ধারায় রাজনীতি শুরু করতে চাই: জামায়াত আমির Dec 16, 2025
img
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার কার্দি বি Dec 16, 2025
img
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা Dec 16, 2025
img
দূষিত শহরের তালিকায় ৪র্থ স্থানে রাজধানী ঢাকা Dec 16, 2025
img
আজ ঢাকায় সকালের তাপমাত্রা ১৭ ডিগ্রি, দিনের আবহাওয়া থাকবে শুষ্ক Dec 16, 2025
img

পোস্টাল ভোট

ভারত থেকে ১৫৫ প্রবাসীর নিবন্ধন Dec 16, 2025
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি | ১৫ ডিসেম্বর, ২০২৫ Dec 16, 2025
img
কামিন্সকে নিয়ে তৃতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া Dec 16, 2025
আহমেদকে ট্রাম্পের প্রসংশা তহবিল সংগ্রহ ৯ কোটি টাকা Dec 16, 2025
img
আবেগঘন বার্তায় ভারত সফর শেষ করলেন মেসি Dec 16, 2025